বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন এনসিপি নেতা-কর্মীরা

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৪:০৩
ছবি : বাসস

বগুড়া, ৬ মে, ২০২৫ (বাসস) : বগুড়ায় আওয়ামী লীগ নেতা ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এম মিল্লাতকে (৫০) আটক করে পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে সোপর্দ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতা-কর্মীরা।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় এলাকা থেকে মিল্লাতকে আটক করে এনসিপি’র নেতা-কর্মীরা। 

পরে এনসিপি’র নেতা-কর্মীরা তাকে জলেশ্বরীতলা হয়ে হেঁটে ডিবি কার্যালয়ে নিয়ে যান।

বগুড়া ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মিল্লাতকে এনসিপি’র নেতা-কর্মীরা ডিবি কার্যালয়ে এনে সোপর্দ করেছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।’
তিনি আরও বলেন, মিল্লাত জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এবং জেলা স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের সভাপতি। এছাড়া তিনি বগুড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ডিবি কর্মকর্তা আরো বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।  ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে এনসিপি’র কেন্দ্রীয় নেতা ডা. আব্দুল্লাহ আল সানী বলেন, ‘মিল্লাত একজন কট্টর আওয়ামী লীগ নেতা। তিনি ছাত্রলীগকে আর্থিকভাবে সহায়তা করে পুনর্বাসন করছেন। আগের বছরগুলোতে তিনি বিএনপি ও জামায়াতপন্থী হোমিও চিকিৎসকদের ওপর নিপীড়ন চালিয়েছেন। তিনি ভারতপন্থী ও আরএসএস ঘনিষ্ঠ দীলিপ রায়ের অনুসারী।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০