টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৮:৫৮
ছবি : বাসস

টাঙ্গাইল, ৬ মে ২০২৫ (বাসস): জেলার কালিহাতী উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় মো. রাব্বি (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ী গোরস্থান এলাকায় টাঙ্গাইল-শালগ্রামপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাব্বি কালিহাতী উপজেলার রামপুর এলাকার সরোয়ার হোসেনের ছেলে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তারা হলেন মোটরসাইকেল আরোহী ইফাত (২০) ও জাহিদ (১৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাব্বি, ইফাত ও জাহিদ- তিনবন্ধু একটি মোটরসাইকেলে করে কাজিবাড়ী থেকে রামপুর যাচ্ছিল।পথিমধ্যে উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ী গোরস্থান এলাকায় টাঙ্গাইল-শালগ্রামপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন।তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মো. রাব্বি মারা যায়। অপর দুই বন্ধুর অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত মো. রাব্বির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরব ও আত্মত্যাগে ৪৭ বছরে বিএনপি 
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
১০