কুমিল্লা চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় 

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৫:৪৭
ছবি : বাসস

কুমিল্লা, ৭ মে, ২০২৫ (বাসস) : কুমিল্লা শহরে চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে জেলা প্রশাসক আমিরুল কায়সার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

এ সময় জেলা প্রশাসক বলেন, টাউনহল মার্কেটের আয় বিগত সরকারের সময়ে কোন এক ব্যক্তি বিশেষের কাছে যেতো। ৫ আগস্ট পরবর্তী সরকারের সময়ে প্রতি মাসে ৬ লক্ষাধিক টাকা মার্কেটের একাউন্টে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।

মতবিনিময়কালে জেলা প্রশাসক চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিত্র লিখিত বক্তব্য পাঠ ও জনগণের কাছে সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক বলেন, জুলাই বিপ্লব পরবর্তী কুমিল্লা ক্লাবের ধ্বংসাবশেষ থেকে প্রকৃত রূপদানে এডহক কমিটি করা হয়েছে। 

তিনি বলেন, উজিরদিঘীর ভরাট নিয়ে রেকর্ডের মালিক আবেদন নিয়ে এসেছিল। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ভরাট করা থেকে রক্ষার ব্যবস্থা করা হয়েছে। 

আমিরুল কায়সার বলেন, সদর দক্ষিণে মালিকানাধীন পুকুর রাতের আঁধারে অর্ধেক ভরাট করা হয়েছিল। খবর পেয়ে পরিবেশ আইনে মামলা ও পুকুরটি পুনরায় খননের ব্যবস্থা করা হয়েছে। ফসলি জমির মাটি কাটার দায়ে জরিমানাসহ ২৩ জনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 
চিত্তবিনোদনের স্বল্পতা নিয়ে আমিরুল ইসলাম বলেন, কুমিল্লায় চিত্তবিনোদনের স্বল্পতা প্রকট। এখানে পার্ক বা সবুজায়ন নেই বললেই চলে। ২০ একর জায়গায় পূর্বের বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা ছিল, যেটা এখন বন্ধ। 

তিনি বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে আধুনিক ডিসি পার্ক করার জন্য ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিলুপ্তপ্রায় উদ্ভিদ রোপনেরও ব্যবস্থা করা হয়েছে। 

জেলা প্রশাসক আরো বলেন, নগরীতে যানজট নিরসনে কাজ করছে জেলা প্রশাসন। ৪০ হাজার অটোরিকশা শহরে চলছে। যানজটের অন্যতম কারন অবৈধ অটোরিকশা। অটোরিকশা কমিয়ে নির্দিষ্ট আইডি কার্ড ও ড্রেসের মাধ্যমে শহরে চলাচল ও  বাকি চালকদের জন্য অন্যত্র কর্মসংস্থান বা বিকল্প পরিবহনের ব্যবস্থা গ্রহণ করা হবে। 
তিনি বলেন, মহাসড়কে কুমিল্লা অংশে প্রায় ১২টি ছোট বড় বাজার রয়েছে। ঈদ উপলক্ষে যানজট নিরসনে সেনাবাহিনীর পাশাপাশি ৩০০ স্বেচ্ছাসেবী কাজ করেছে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবাননের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
শিল্পে উৎপাদন বৃদ্ধির জন্য গ্যাস সরবরাহ করা হবে : জ্বালানি উপদেষ্টা
ঐকমত্য কমিশনের সাথে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা অনুষ্ঠিত
সৃষ্টিশীলতার মাধ্যমে সভ্যতা বিনির্মাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন প্রকৌশলীরা: কাদের গনি চৌধুরী
জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মামলা
প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু ১০ মে
শ্রম পরিদর্শন ও বিভাগের কার্যাবলী সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হবে : শ্রম সচিব
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আরেক আসামি গ্রেফতার
ইসরাইলের ছাড়া সব জাহাজের জন্য জলপথ নিরাপদ: হুথি
ভারত-পাকিস্তান সংঘর্ষ বন্ধে ‘সংলাপে’র আহ্বান যুক্তরাজ্যের
১০