রাজবাড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১১:০৬
ছবি : সংগৃহীত

রাজবাড়ী, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার পাংশা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।

তিনি জানান, খন্দকার সাইফুল ইসলাম একটি মামলার পলাতক আসামী। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই রাজনৈতিক নেতা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

বিশেষ সূত্রে জানা যায়, খন্দকার সাইফুল ইসলাম আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা ছিলেন। তিনি তৎকালীন রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ঘনিষ্ঠ সহচর ও আস্থাভাজন বলে রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন।

তার বিরুদ্ধে রয়েছে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলা, মিথ্যা মামলা দায়ের এবং নির্যাতনের অভিযোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 

সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাইফুল ইসলাম। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নতুন করে তদন্তের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০