রাজবাড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১১:০৬
ছবি : সংগৃহীত

রাজবাড়ী, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার পাংশা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।

তিনি জানান, খন্দকার সাইফুল ইসলাম একটি মামলার পলাতক আসামী। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই রাজনৈতিক নেতা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

বিশেষ সূত্রে জানা যায়, খন্দকার সাইফুল ইসলাম আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা ছিলেন। তিনি তৎকালীন রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ঘনিষ্ঠ সহচর ও আস্থাভাজন বলে রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন।

তার বিরুদ্ধে রয়েছে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলা, মিথ্যা মামলা দায়ের এবং নির্যাতনের অভিযোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 

সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাইফুল ইসলাম। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নতুন করে তদন্তের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ
কিশোরগঞ্জে অবৈধ ইটভাটায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
নীতিগত ও কৌশলগত সিদ্ধান্তের কারণে ঘুরে দাঁড়িয়েছে ‘আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক’: ডিজি মেজর জেনারেল সাজ্জাদ
উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 
ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসানের ইন্তেকাল, উপাচার্যের শোক
সাদা পাথর লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট
পুরোনো ভিডিও দিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
বান্দরবানে জীববৈচিত্র্য সংরক্ষণ কৌশল নিয়ে গণমাধ্যমের সঙ্গে পরামর্শ সভা 
১০