ময়মনসিংহে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মানববন্ধন

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৪:১৮ আপডেট: : ৩০ আগস্ট ২০২৫, ১৪:৩৭
ময়মনসিংহে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার।  ছবি : বাসস

ময়মনসিংহ, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস): ময়মনসিংহে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। 

দিবসটি উপলক্ষে আজ সকালে নগরীর সিকে ঘোষ রোডে র‌্যালি শেষে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। 

অধিকার ময়মনসিংহের সমন্বয়কারী সাংবাদিক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় মানববন্ধনে গুমের শিকাররা বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরেন।

গুমের শিকার ব্যক্তিরা বলেন, শুধুমাত্র নিজস্ব মতবাদে তৈরি করা ‘জঙ্গি’ নাটকের অংশ হিসেবে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুমের পর মাসের পর মাস নির্যাতন চালিয়েছে। হাসিনার পতনের মধ্য দিয়ে সেই নাটকের অবসান হলেও, ভোগান্তি শেষ হয়নি। সে সময়ের দেওয়া মিথ্যা মামলার ভারে ন্যুব্জ হয়ে আছেন।

গুমের শিকার মুক্তাগাছার রাশেদ বলেন, আমাদের গুম করে বাধ্য করা হয় জঙ্গি স্বীকারোক্তি দিতে। রাজি না হওয়ায় আমাদের বিরুদ্ধে একের পর এক ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। আজও মামলা চলছে। অথচ আমরা সাধারণ মানুষ, কৃষি কাজ করি।

হৃদয়বিদারক অভিজ্ঞতা শোনান মুক্তাগাছার গোলাম মোস্তফা। তিনি নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করতেন। ডিউটি শেষে বাসায় ফেরার পথে তাকে তুলে নেওয়া হয়। তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। শুধুমাত্র দাড়ি থাকার কারণে তাকে ‘জঙ্গি’ বানিয়ে ৫২ দিন উলঙ্গ করে নির্যাতন করা হয়। বন্দিশালায় আমাকে বলা হতো ‘তুই বল, তুই জঙ্গি’। বারবার বলেছি আমি সাধারণ পোশাক শ্রমিক, কিন্তু তারা শোনেনি। শেষে ৯২ দিন পর আদালতে হাজির করে আমার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়।

মানববন্ধনে ভিকটিমরা আরও বলেন, আজ আমরা বেঁচে আছি, কিন্তু জীবনের স্বাভাবিকতা হারিয়ে ফেলেছি। মিথ্যা মামলার কারণে কাজ করতে পারি না। সমাজ আমাদের জঙ্গি ভাবে, অথচ আমরা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার। তাই অন্তবর্তী সরকারের কাছে আবেদন জানান, যেন তাদের বিরুদ্ধে চলমান মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হয়। 
মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুল হক বলেন, গুম এবং মিথ্যা মামলা একে অপরের পরিপূরক। একটিকে বাদ দিলে অন্যটি প্রমাণ হয়। তাই এই ‘জঙ্গি নাটক’ নির্মাণে  যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা প্রয়োজন। 

সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে চলা কর্তৃত্ববাদী সরকারের আমলে দেশে বেআইনি আটককেন্দ্র ও গোপন বন্দিশালার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষ, ভিন্নমতাবলম্বী এবং নাগরিক সমাজের সক্রিয় কণ্ঠস্বরদের গুম করে নিঃস্ব করা হয়েছে। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় কমিটির সদস্য এড. এটিএম মাহবুব উল আলম বলেন, শেখ হাসিনার শাসনামলে গুমের মাধ্যমে বিরোধী রাজনীতিকে নির্মূল করার অপচেষ্টা চালানো হয়েছে। এখন সময় এসেছে এসব অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচারের।

ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হান্নান খান বলেন, গুম যেন আর কখনো এই দেশে না ঘটে, সে জন্য আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ময়মনসিংহ জেলার যুগ্ম আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম বলেন, গুমের ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, এগুলো রাষ্ট্রীয় সহিংসতার ধারাবাহিকতা। এসব ঘটনার নেপথ্যে যারা ছিলেন, তাদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক একেএম মাহবুবুল আলম, এডভোকেট রেজাউল করিম চৌধুরী, সাংবাদিক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, আব্দুল আউয়াল, আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম তরফদার, মানবাধিকার কর্মী তাজবী উল হোসনা, দেলোয়ার হোসেন রাজীব, বাকিউল ইসলাম, রিপন মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোহিঙ্গা ইস্যু কেবল কূটনীতির বিষয় নয়, এটি রাজনৈতিক বিষয়ও বটে : শামা ওবায়েদ
পানি উন্নয়ন বোর্ডে ৪৬৮ পদে নিয়োগ : আবেদন করা যাবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত
দলগুলোর ঐকমত্য হওয়া সংস্কার দুই মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে : ড. তোফায়েল
জাফলং : প্রকৃতির কোলে এক পর্যটন স্বর্গ
প্রধান উপদেষ্টার সঙ্গে এসএএইচআর প্রতিনিধিদলের সাক্ষাৎ
এলডিসি গ্র্যাজুয়েশন একটি জাতীয় অর্জন : অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান
সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে : খুলনা প্রেসক্লাব
আওয়ামী লীগের শরিক ১৪ দল নিষিদ্ধের দাবি জানালেন হামিদুর রহমান আযাদ
১৪ হাজার রানের অনন্য কীর্তি পোলার্ডের
আন্তর্জাতিক জলসীমায় ভাসমান ট্রলারসহ ১২ জেলে উদ্ধার
১০