নেত্রকোণা বিএনপির নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল, সাধারণ সম্পাদক হিলালী 

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৭
ডা.আনোয়ারুল হক সভাপতি এবং ডক্টর রফিকুল ইসলাম হিলালী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ছবি :বাসস

নেত্রকোণা, ৩১ আগস্ট ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নেত্রকোণা জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে অধ্যাপক ডা.আনোয়ারুল হক সভাপতি এবং ডক্টর রফিকুল ইসলাম হিলালী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ১১ বছর পর  অনুষ্ঠিত  জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপি নতুন নির্বাচিত প্রতিনিধি পেয়েছে। 

গতকাল শনিবার (৩০ আগস্ট) ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ভোট গ্রহণ করা হয়। 

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০টি উপজেলা ও ৫টি পৌরসভায় মোট ১৫টি সাংগঠনিক ইউনিটির প্রত্যেকটির ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ১,৫১৫ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে এই নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।

জেলা বিএনপির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এম.এ. আউয়াল সেলিম গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীনের কাছে নির্বাচনের ফলাফল হস্তান্তর করেন। সালাহ উদ্দীন  সবার সামনে ঐতিহাসিক জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠের মঞ্চে এ  ফলাফল  ঘোষণা করেন। 

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল্লাহ আল মামুন খান রনি , এস.এম. মনিরুজ্জামান দুদু  এবং ডক্টর রফিকুল ইসলাম হিলালী । তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ড. রফিকুল ইসলাম হিলালী মাছ প্রতীকে ৭৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে  আব্দুল্লাহ আল মামুন খান রনি গরুর গাড়ি প্রতীকে  ৭২১ ভোট এবং এস. এম.  মনিরুজ্জামান দুদু ফুটবল প্রতীকে  ১৮ টি ভোট পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ
চট্টগ্রামে পিন্টু হত্যা মামলার মূলহোতাসহ গ্রেফতার ৪
র‌্যালির পরিবর্তে খাল-নর্দমা পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে বিএনপি
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির শুভেচ্ছা
সাক্ষীর জবানবন্দি : রিকশা চালিয়ে গুলিবিদ্ধ সাংবাদিক সহকর্মীকে নিয়ে হাসপাতালে যাই
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
চবি, রাবি ও বাকৃবিতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের উদ্বেগ
মুন্সীগঞ্জে আইসক্রীম ফ্যাক্টরীকে জরিমানা
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ গঠন শুনানি ১১ সেপ্টেম্বর
১০