মানিকগঞ্জে বিএনপি’র উদ্যোগে  ৩১ দফার প্রচারণা পথ সভা

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ আপডেট: : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫
দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা ও পথ সভা অনুষ্ঠিত হয়। ছবি :বাসস

মানিকগঞ্জ, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল আয়োজিত এ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।

এ সময় আরো উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ- সভাপতি মাসুদুর রহমান মাসুদ,  মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার  সভাপতি সিরাজুর রহমান সিরাজ, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক- ফেরদৌস রহমান ঘিওর উপজেলা বিএনপি’র সভাপতি মীর মাণিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, মানিকগঞ্জ  জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আসিফ ইকবাল রনি ও মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোমিনুল ইসলাম মমিন প্রমুখ।
বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এস এ জিন্নাহ কবীর বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছেন। জনগণের সমর্থন ও ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে। এতে দেশের প্রতিটি ক্ষেত্রে জন আকাঙ্ক্ষা পূরণ হবে। ফলে বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ রাষ্ট্র। 
এ সময় দলের নেতা-কর্মীদের জনগণের সমর্থন আদায়ে আরও সোচ্চার হতে আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা 
আদালতে ভার্চুয়ালি হাজিরা দিলেন আনিসুল, রাজ্জাক ও কামরুলসহ ১২ জন
গাজার মানবিক পরিস্থিতি ‘অবিলম্বে’ উন্নয়নে ইসরাইলের প্রতি বার্লিনের আহ্বান
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে বিএনপির ৭ দিনের কর্মসূচি
পটুয়াখালীতে বজ্রপাত থেকে সুরক্ষায় তালগাছের চারা রোপণ 
প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা নিবেদন
হবিগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ
ঠাকুরগাঁও চিনিকলে আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন
বৃহস্পতিবার প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি : এএফপি
হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহজীকরণে গুরুত্বারোপ পরিবেশ উপদেষ্টার 
১০