রংপুর, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়। এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক রোগী চিকিৎসাসেবা নেন।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। তিনি সেবা নিতে আসা বিভিন্ন রোগীর খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, মানুষ আজ ন্যূনতম চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও ছাত্রদলকে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে সাধারণ চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা, ওষুধ সরবরাহসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের একটি দল দিনভর বিভিন্ন বয়সী রোগীকে সেবা প্রদান করেন।
আয়োজকরা জানান, এলাকাবাসীর চাহিদা ও স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনগুলোতেও এ ধরনের সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা চিকিৎসা নিতে আসা রোগীদের সহযোগিতা করেন। এলাকাবাসী এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, রাজনৈতিক কর্মীরা যদি জনসেবামূলক কাজে এগিয়ে আসেন তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।