রাজশাহী, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি মো. ইমরানকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
রোববার রাত সোয়া ১২টার দিকে তাকে শরিয়তপুর জেলার পালং থানাধীন মধ্য পালং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার সকালে র্যাব-৫ রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ইমরানের বাড়ি উপজেলার হরিশংকরপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, ৬ মাস আগে ভুক্তভোগী নারীর স্বামী তাকে তালাক দেন। আসামির বাড়ি ওই নারীর মায়ের বাড়ি কাছাকাছি হওয়ায় বিভিন্ন সময় যাওয়া আসার পথে তাদের মধ্যে কথা-বার্তা হত। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ২ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ইউপির হরিশংরপুর গ্রামের ভাড়া বাসায় ইমরান ওই নারীকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই নারী গোদাগাড়ী থানায় ইমরানের নামে ধর্ষণের মামলা করেন।
পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র্যাব-৮, সিপিসি-২, মাদারীপুর এর যৌথ আভিযানিক দল পালং এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করে। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।