শেরপুরে দুদক কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২
শেরপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা । ছবি :বাসস

শেরপুর, ১ সেপ্টেম্বর, ২০২৫ বাসস): শেরপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাত ১০ টার দিকে জেলা শহরের মাধবপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুদক জামালপুর কার্যালয়ের উপপরিচালক মো. আবু সাঈদ।

তিনি বলেন, আগামী ৮ সেপ্টেম্বর শেরপুর সদরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হবে। এ দিন সদর উপজেলার ৮০ টিরও বেশি সরকারি ও বেসরকারি কার্যালয়ের দপ্তর প্রধানরা উপস্থিত থাকবেন। গণশুনানিতে অংশগ্রহণ ও অভিযোগ প্রদানের জন্য ভুক্তভোগীগণ আগামী ৬ সেপ্টেম্বর মধ্যে দুর্নীতি দমন কমিশনের জামালপুর জেলা কার্যালয় বরাবর অভিযোগ দায়ের করতে পারবেন। 

আরও বক্তব্য দেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, সাংবাদিক সুলতান মাহমুদ ময়না এবং তারিকুল ইসলাম।

সভায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, উপসহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম, উপসহকারী পরিচালক মো. আতিউর রহমান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা
ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ১৩
ভিয়েতনাম স্বাধীনতার ৮০ বছর পূর্তি উদযাপনের রেকর্ড
হিলি বন্দর দিয়ে টমেটো আমদানি শুরু
রংপুরে মাদকসহ দুইজন আটক
স্বর্ণের দামে নতুন রেকর্ড, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া
আজ থেকে ঢাবি’র হলে কোন বহিরাগত অবস্থান করতে পারবে না
হাসিনার মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ আজ
নড়াইলের পিরোলীতে ২০ বছর পর আউশ ও আমনের ব্যাপক ফলন
ঘানার প্রধান বিচারপতি বরখাস্ত
১০