চুয়াডাঙ্গা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার জীবননগরে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে মাষকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে উপজেলার ১৭০ জন কৃষকের মধ্যে এসব কৃষিসামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেক কৃষককে ৫ কেজি মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, সমবায় কর্মকর্তা নূর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহা আলম, মাহাবুব বিন সাদিক, ইয়াছিন আলীসহ অনেকে।
এ সময় অতিথিরা বলেন, আমরা ডাল জাতীয় খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নই। ঘাটতি মেটাতে বিভিন্ন দেশ থেকে ডাল আমদানি করতে হয়। ডাল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করতে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে মাষকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।