খুলনা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): খুলনার একটি স্কুলের সিনিয়র শিক্ষক শাহাজাহান হাওলাদারকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মীরেরডাঙ্গা আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) সেকেন্ডারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা রোববার এ আয়োজন করেন। ফুলে ফুলে সাজানো ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে বসিয়ে তাকে নিজ বাড়ি খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা সেনপাড়ায় পৌঁছে দেওয়া হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সর্বশেষ সিনিয়র শিক্ষক শাহাজাহান হাওলাদার এ বিদ্যালয়ে টানা ৩৬ বছর ৭ মাস ৩০ দিন সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন।
ঘোড়ার গাড়িতে ওঠার প্রাক্কালে বিদায়ী শিক্ষক শাহাজাহান হাওলাদার বলেন, দীর্ঘদিন এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। আজকের এই বিদায় সংবর্ধনা শুধু খানজাহান আলী থানায় নয়, খুলনা শহরেও একটি অনন্য দৃষ্টান্ত। আমি গর্বিত ও ধন্য যে, এমন এক বিদায় পেলাম যা অন্য কোনো বিদ্যালয়ে আমার জানা মতে হয়নি।
এর আগে বেলা সাড়ে ১২টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মতিয়ার রহমান।
শিক্ষকরা জানান, শাহজাহান হাওলাদার ছিলেন ছাত্র ও সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয়। তার ন্যায়নীতি ও আদর্শ আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অবসরে যাওয়া শাহজাহান হাওলাদার তার অনুভূতি জানিয়ে বলেন, আমি স্কুল কর্তৃপক্ষ, বিশেষ করে আমার সহকর্মীরা, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ যাদের উদ্যোগে আমাকে এমন বিদায় সংবর্ধনা দেওয়া হলো তাদের প্রতি চির কৃতজ্ঞ। এটা একটি দৃষ্টান্ত স্থাপন করবে আগামীর জন্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, স্কুলটির প্রতিষ্ঠালগ্ন থেকে শাহজাহান হাওলাদার স্যার এখানে শিক্ষকতা করেছেন। যেহেতু তিনি প্রতিষ্ঠাতা শিক্ষক তাই তার বিদায়ে আমরা চেয়েছি একটি দৃষ্টান্ত স্থাপন করতে।
শিক্ষার্থীরা বলেন, স্যার অনেক ভালো মানুষ। বিভিন্ন সমস্যায় আমরা তার কাছে গেছি, কিন্তু তিনি আমাদের কখনো আশাহত করেননি। অনেক উপদেশ দিয়েছেন যা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আমরা তার শাসন মিস করবো। তার দীর্ঘায়ু কামনা করছি।