শরীয়তপুরে কীর্তিনাশায় নৌকাবাইচ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ আপডেট: : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮
কীর্তিনাশা নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। ছবি: বাসস

শরীয়তপুর, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আবাহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচ। প্রযুক্তির ছোঁয়ায় বাংলার অনেক অতীত হারিয়ে গেলেও বর্ণিল নৌকাবাইচ এখনও টিকে আছে। শনিবার শরীয়তপুরের দাদপুর ভাষানচরের কীর্তিনাশা নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের নৌকাবাইচ প্রতিযোগিতা।

দুপুরে শুরু হওয়া এ প্রতিযোগিতা ঘিরে নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ নানান বয়সের মানুষ নদীর দুই পাড়ে ভিড় করে।

নৌকাবাইচ শুরুর তিন ঘণ্টা আগে থেকেই নদীর তীর মানুষে পরিপূর্ণ হয়ে যায়। জায়গা সংকুলান না হওয়ায় ইঞ্জিন চালিত ট্রলার, বড় নৌকা, গাছ ও ভবনে উঠে মানুষ নৌকাবাইচ উপভোগ করেন।

প্রতিযোগিতায় অংশ নেন শরীয়তপুরসহ পার্শ্ববর্তী জেলার অসংখ্য মাঝিদল। বিশাল নৌকায় বৈঠা হাতে তরুণ ও অভিজ্ঞ মাঝিরা সমানতালে ছন্দ মিলিয়ে বৈঠা চালান। এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে বৈঠার মন মাতানো শব্দের সঙ্গে উল্লাসে ফেটে পড়েন দর্শনার্থীরা। তারা নেচে-গেয়ে আনন্দ উল্লাস করে ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করেন।

নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বসে অস্থায়ী মেলা। স্থানীয় পিঠা-পুলি, ঝালমুড়ি, ফুচকা ও বিভিন্ন খাবারের দোকানে জমে ওঠে মেলা। শিশু-কিশোরদের জন্য খেলনা ও বেলুন নিয়ে বিক্রেতারাও ভিড় করেন মেলায়। 

আয়োজকদের পক্ষে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রব হাওলাদার বলেন, নৌকা বাইচ শুধু বিনোদনের জন্য আয়োজন করা হয়নি, এটি গ্রামীণ ঐতিহ্য, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যের প্রতীক। প্রজন্ম থেকে প্রজন্মে এই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই এ আয়োজন করা হয়। আগামী বছরগুলোতে আরও বড় পরিসরে এই ঐতিহ্য ধরে রাখা হবে।

দিনভর প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০