রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩১
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছে দুদক। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): প্রকল্প বাস্তবায়ন কাজে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা পরিষদে অভিযান পরিচালনা করেন দুদক রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক জাহিদ কালামসহ একটি টিম।

অভিযানে দুদক কর্মকর্তারা সাজেকের গাড়ি পার্কিং কাজের ফাইল, জেলা পরিষদের টোলের ফাইল, বিভিন্ন উপজেলায় কাজু বাদামসহ গাছের চারা বিতরণ কাজের ফাইলসহ নানা কাজের টেন্ডারের ফাইল তলব করেন।
এ সময় দুদককে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, প্রকৌশলী উজ্জ্বল চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন ফাইল দেখান।

দুদক রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক জাহিদ কালাম বলেন, জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে অনিয়মসহ সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে আজ সকাল থেকে দুদক অভিযান পরিচালনা করেছে। জেলা পরিষদের কর্মকর্তাদের বক্তব্যে আমরা সন্তষ্ট হইনি। চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তারা ঢাকায় অবস্থান করায় আমরা তাদের কোনো বক্তব্য নিতে পারিনি। তবে জেলা পরিষদের অনিয়ম নিয়ে দুদকের অভিযান অব্যাহত থাকবে। 

পরে জেলা পরিষদ সদস্যসহ তিনি জেলা পরিষদের আওতাধীন প্রকল্প পরিদর্শন করেন।

অভিযান পরিচালনাকালে দুদক রাঙ্গামাটি জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, উপ সহকারী পরিচালক সওয়ার হোসেন, বোরহান উদ্দিনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী ঢাকায় অবস্থান করায় অভিযানকালে তাদের বক্তব্য নিতে পারেনি দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতে পালানোর সময় ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী গ্রেফতার
বিএনপির দলীয় নেতাকর্মীদের স্থানীয় কোন্দলে জড়িত না হওয়ার নির্দেশ 
শ্রীলঙ্কা ইকোসিস্টেম রক্ষায় পোষা মাছ নিষিদ্ধ করবে
পার্বত্য চট্টগ্রামে যুক্তরাজ্যের সহায়তা প্রকল্প পরিদর্শন বৃটিশ হাইকমিশনারের
জার্মান, ব্রিটিশ ও ফরাসি মন্ত্রীরা ইরানের সঙ্গে পারমাণু আলোচনা করবে
গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী ব্যক্তিকে ফাঁসি দিলো ইরান
রাজবাড়ীতে জন্ম-মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ক সভা 
লুক্সেমবার্গ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে
দখলমুক্ত ও মানসম্মত খেলার মাঠ চান চাঁদপুরবাসী
শিশুদের বাণিজ্যিক যৌন নিপীড়ন রোধে আইজেএমের ‘প্রজেক্ট সুরক্ষা’
১০