টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৯
প্রতীকী ছবি

টাঙ্গাইল, ৫ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ঘোষ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কাউকে খুজে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজ কিশোরীরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দীনের দুই মাদ্রাসা পড়ুয়া কন্যা আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০) এবং ওদের খালাতো বোন কেশন মাইজাল এলাকার বাসিন্দা মনিরুজ্জামানের কন্যা পঞ্চম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তার (১১)।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিখোঁজ ওই তিন কিশোরী গত বৃহস্পতিবার (৩ অক্টোবর)অপর খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে উপজেলার ঘোষ পাড়া এলাকায় বেড়াতে আসে। শনিবার দুপুরে তারা পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা নদীর স্রোতে ডুবে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহকারী পরিচালক মো. জানে আলম বলেন, নদীতে নিখোঁজ এর ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে পাথর লুট ও হত্যা মামলার আসামি আলফু গ্রেপ্তার
হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার 
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭
রোকেয়ার জন্মভিটায় বিভাগীয় পাঠক সম্মেলন অনুষ্ঠিত
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আজ বিশ্ব শিক্ষক দিবস
মিরসরাইয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রুশ হামলায় ইউক্রেনে নিহত ১
লালমনিরহাটে আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবার
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
১০