লালমনিরহাটে আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবার

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১১:৪৮
ঝড়ে কয়েকশো ঘরবাড়ি বিধ্বস্ত । ছবি: বাসস

লালমনিরহাট, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : আকস্মিক ঝড়ে লালমনিরহাটের  কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকশো ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায়  খোলা আকাশের নিচে অবস্থান করছেন বহু পরিবার। এসময় টিন ও ইটের আঘাতে ৩ জন জন আহত হয়েছেন।

কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রতিধর ৮ নং ওয়ার্ডে  গত কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছিল। এরই মধ্যে আজ  রোববার সকাল ৮ টার দিকে  আকস্মিক ঘূর্ণিঝড় শুরু হলে আধা পাকা বিল্ডিং ও কাঁচা টিনের ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে যায়।  বিল্ডিং এর ইট খুলে ও টিন লেগে  এসময় বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬) আহত হন। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী মো. শাহিনুর রহমান বলেন, মাঝারি বৃষ্টি চলাকালীন আকস্মিক ঝড়ের কারণে টিনশেড  ঘর ও আধা পাকা বিল্ডিং, ঘর বাড়ি ও গোডাউন ভেঙে গেছে। এই ঘূর্ণিঝড় অল্প সময়ে স্থায়ী ছিলো। তবে আরো বেশি সময় থাকলে আরো কয়েকগুণ ক্ষতি হত।  

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.  ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০ টি পরিবারের শতাধিক  ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। 

তিনি জানান, ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আশা করি তারা দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসবেন। 

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. জাকিয়া খাতুন বলেন, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি।  ইতোমধ্যে  ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিকটকের লাইসেন্সের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিল ইন্দোনেশিয়া
অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব সমাপ্ত
নানা আয়োজনে ফেনীতে শিক্ষক দিবস পালিত
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও সভা
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত
মাহবুব উল আলম হানিফের মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আদেশ কাল
গাজার সকল জিম্মিকে ফিরিয়ে নেয়ার আশা নেতানিয়াহুর
ইসরাইলি হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ৫৭
মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা
মোগাদিশুতে বিস্ফোরণ ও গোলাগুলি, আল-শাবাব দায় স্বীকার
১০