বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:১৪
বাগেরহাট সদর  উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয় । ছবি: বাসস

বাগেরহাট, ৫ অক্টোবর ২০২৫ (বাসস): বিশ্বজুড়ে ২৮ সেপ্টেম্বর ‎আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। এ উপলক্ষে বাগেরহাট সদর  উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  বিকেলে শহরের রেল রোডস্থ  উপজেলা  প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তানভীর সোহেল সভা সঞ্চালনা করেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম সম্পাদক এস এম মাহামুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক এ কে আসাদ, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট শহিদুল ইসলাম, শ্যামল ঘোষ ও তিশা খানম।
‎‎
প্রেসক্লাব এর সভাপতি মাসুম হাওলাদার বলেন, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দিন। তথ্যের স্বাধীন প্রবাহ নিশ্চিত হলে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং উন্নত রাষ্ট্র গঠনের ভিত্তি মজবুত হয়।
‎‎
সাধারণ সম্পাদক তানভীর সোহেল বলেন, তথ্য শুধু সরকারের নয়, মানুষেরও সম্পদ। তথ্য জানার অধিকার যেমন নাগরিকদের আছে, তেমনি তা সঠিকভাবে ব্যবহার করার দায়িত্বও তাদের ওপরই বর্তায়। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সংবাদকর্মীদের অগ্রণী ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। 

সভায় বক্তারা তথ্য অধিকার দিবসকে ঘিরে নাগরিক সচেতনতা তৈরির পাশাপাশি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে পাথর লুট ও হত্যা মামলার আসামি আলফু গ্রেপ্তার
হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার 
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭
রোকেয়ার জন্মভিটায় বিভাগীয় পাঠক সম্মেলন অনুষ্ঠিত
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আজ বিশ্ব শিক্ষক দিবস
মিরসরাইয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রুশ হামলায় ইউক্রেনে নিহত ১
লালমনিরহাটে আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবার
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
১০