সুনামঞ্জ, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় টাইফয়েড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তা ও সুনামগঞ্জ জেলা তথ্য অফিস গণযোগাযোগ অধিদপ্তরের এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলার ১২ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের জেলা পর্যায়ের সেচ্ছাসেবক স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন কর্মশালায় অংশ গ্রহণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়ক) কাজী দিল আফরোজা ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
স্বাগত বক্তব্য দেন, জেলা তথ্য কার্যালয়ের উপ পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ নজরুল ইসলাম, ইমাম মাওলানা আশরাফ উদ্দিন, সদর স্কাউটস এর সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, শিক্ষক ফরিদ আহমদ।