রাঙ্গামাটিতে বিজিবি'র মানবিক সহায়তা প্রদান

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৩:১৫
বরকলে বিজিবির মানবিক সহায়তা প্রদান । ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৬ অক্টোবর, ২০২৫(বাসস) : জেলার  বরকল উপজেলার সীমান্তবর্তী দুর্গম ছোট হরিণা বিজিবি'র উদ্যোগে স্থানীয় বিভিন্ন সম্প্রদায় ও নেতৃবৃন্দের নিয়ে সম্প্রীতির মতবিনিময় সভা এবং বিজিবি ছোট হরিণা জোনের পক্ষ থেকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এলাকার অসহায় ও দরিদ্র লোকজনের মাঝে মানবিক সহায়তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছোট হরিণা ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত মতবিনিময় এবং মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি ছোট হরিণা ব্যাটালিয়নের  জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী ভূষণছড়া এলাকার সার্বিক পরিস্থিতি উন্নয়নকল্পে ভূষণছড়া বাজার সংলগ্ন স্কুল ও কলেজের শিক্ষক, বাজার কমিটির সদস্য, রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং নিরসনকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ও সম্প্রীতি রক্ষা নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভা শেষে বিজিবি ছোট হরিণা জোনের পক্ষ থেকে ভূষণছড়া এলাকার ভূষণছড়া বাইতুত্বতুর আহলে হাদিস জামে মসজিদ মেরামতের জন্য ১৫ বস্তা সিমেন্ট, ফারুকী-ই-আযম (রাঃ) দাখিল মাদ্রাসায় আর্থিক অনুদান, ফারুকী-ই-আযম (রাঃ) হেফজখানা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ, দারুল উলুম নূরানী তা'লীমুল কুরআন একাডেমীতে আর্থিক অনুদান, দরিদ্র পরিবারের জন্য ২টি সেলাই মেশিন, স্থানীয় ক্ষতিগ্রস্ত বসতবাড়ী মেরামতের জন্য ঢেউটিন এবং দরিদ্র ও অসহায় পরিবারের উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয় এবং ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ১৩৩টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এছাড়া স্থানীয় পাহাড়ী- বাঙালী সম্প্রদায়ের অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষি মন্ত্রণালয় ও এফএও’র উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস পালিত
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের বৈঠক
এপেক সম্মেলনে যোগ দিতে ট্রাম্প দক্ষিণ কোরিয়া যাচ্ছেন 
সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সিরিয়ায় বাসে বিস্ফোরণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৫ কর্মী নিহত
দুইটি মোটরসাইকেল ও অর্থসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার 
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ৫২.৫৭ শতাংশ
দিনাজপুরে লরির চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী নিহত 
রাশিয়া ও ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নরওয়ের নাগরিক দোষী সাব্যস্ত
কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
১০