শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলা: দুদকের লিভ টু আপিলের শুনানি ১৫ জুলাই

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৫:৫১
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস): শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপন মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে, এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করা হয়েছে।

আজ রোববার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ তারিখ ধার্য করেন বলে জানান দুদকের আইনজীবী আসিফ হাসান।

বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে ২০০৭ সালে তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি এই মামলায় সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। 

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। তখন আদালত ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন। পরে শেখ হাসিনার আবেদনে এই মামলার বিচার কাজ স্থগিত করেন হাইকোর্ট। 

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলাটি বাতিলে রুল শুনানির উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে রুল যথাযথ ঘোষণা করে ২০১০ সালের ১৩ এপ্রিল বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনা বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বাতিল করে রায় দেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দীর্ঘ দেড় দশক পর আপিল বিভাগে লিভ টু আপিল করে দুদক। গত ১৭ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় লিভ টু আপিলটি শুনানির কার্যতালিকায় আসে। আজ তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ১৫ জুলাই শুনানির জন্য দিন ধার্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ার ভিডিওকে খাগড়াছড়ির বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা
খাগড়াছড়ির সহিংসতা নিয়ে ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন শনাক্ত
রাঙ্গুনিয়ার পূজামণ্ডপ পরিদর্শনে হুম্মাম কাদের চৌধুরী
শিল্পকলায় শেষ হল দু’দিনের শারদীয় সাংস্কৃতিক উৎসব
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরে পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
ইসলামপুরের পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
১০