এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৭:৫২
ফাইল ছবি

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ জনস্বার্থে হাইকোর্টে এই রিটটি করেছেন বলে রোববার সাংবাদিকদের জানান।

এই রিটে সংবিধানের ২৬, ৩১ ও ২৯(১) অনুচ্ছেদের আলোকে ওই অধ্যাদেশটি কেন সাংঘর্ষিক এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। সেই সঙ্গে অধ্যাদেশের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এই রিট আবদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী।

গত ১২ মে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুইভাবে বিভক্ত করে অধ্যাদেশ জারি করা হয়। সংস্থাটি বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিএমইএ সভাপতির সঙ্গে হোহেনস্টাইন গ্রুপের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্য ধানের ‘গোলাঘর’
উন্নয়ন প্রকল্প গ্রহণ করায় স্থানীয় সরকার উপদেষ্টাকে সাতক্ষীরাবাসীর অভিনন্দন
মালিতে পুনরায় কার্যক্রম শুরু করছে এমএসসি শিপিং গ্রুপ
আইজিপির সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সাক্ষাৎ
দুদকের মামলায় ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম খালাস
হ্যাটট্রিক ড্র রংপুর ও সিলেটের
বিএমইউতে মাল্টিপল মাইলোমা নিয়ে আন্তর্জাতিক লেকচার
মাহেদির ব্যাটিং নৈপুণ্যে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে খুলনা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫৬৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন
১০