মারা গেছেন নামিবিয়ার স্বাধীনতার নেতা স্যাম নুজোমা

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩০ আপডেট: : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৯

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : স্বাধীন নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট স্যাম নুজোমা ৯৫ বছর বয়সে রাজধানী উইন্ডহোকে মারা গেছেন। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে উইন্ডহোক থেকে এএফপি এ খবর জানায়।

নামিবিয়ার বর্তমান প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা ‘অত্যন্ত শোক ও দুঃখের সাথে’ এক বিবৃতিতে তার মৃত্যু ঘোষণা করে বলেন, নুজোমা গত তিন সপ্তাহ ধরে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন, যেখান থেকে তিনি আর সুস্থ হতে পারেননি।

তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠাতা পিতা দীর্ঘ এবং ফলপ্রসূ জীবনযাপন করেন। তিনি তাঁর সময় ব্যতিক্রমীভাবে তার প্রিয় দেশের জনগণের সেবা করেছিলেন।’

স্যাম নুজোমা ১৯৬০-এর দশকে সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশন (সোয়াপো) নামে পরিচিত নামিবিয়ার মুক্তি আন্দোলনের দল প্রতিষ্ঠা করেন।  

১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন নুজোমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০