ট্রাম্পের 'বিপ্লবী, সৃজনশীল' গাজা পরিকল্পনার প্রশংসা করলেন নেতানিয়াহু

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৮ আপডেট: : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৫
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফাইল ছবি

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার গাজার উপর মার্কিন নিয়ন্ত্রণ এবং এর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে বিপ্লবী বলে প্রশংসা করেছেন। ওয়াশিংটন থেকে ইসরাইলে ফিরে আসার পর তার মন্ত্রিসভার উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে বিজয়ী সুরে তিনি এ প্রশংসা করেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এই সপ্তাহের শুরুতে ট্রাম্প গাজাবাসীদের এই অঞ্চল থেকে অন্য দেশে স্থানান্তরের পরিকল্পনার কথা ঘোষণা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র এর পুনর্নির্মাণের দায়িত্ব নেবে। ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার ফলে কূটনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

হামাস-পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মোতায়েনকৃত ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হয়েছে। সালাহেদ্দিন রোডের নেতজারিম করিডোর থেকে তাদের ট্যাঙ্কগুলো সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিয়েছে। যার ফলে যানবাহন উভয় দিকেই অবাধে চলাচল করতে পারছে।

এএফপির সাংবাদিকরা এলাকায় কোনও সৈন্য দেখতে পাননি, কারণ গাড়ি, বাস, পিকআপ ট্রাক এবং গাধার গাড়ি রাস্তা ধরে উত্তর ও দক্ষিণে চলাচল করছে।

MvRvi evwm›`v gvngy` Avj-mviwn e‡jb, Ô†fvi nIqvi Av‡MB †bZRvwig Kwi‡Wv‡i †cuŠQv‡bvi A_© wbwðZ g„Zy¨|Õ

নিকটবর্তী জেইতুন এলাকায় তার নিজ বাড়ি সম্পর্কে তিনি এএফপিকে বলেন, ‘এই প্রথম আমি আমাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িটি দেখলাম। পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি বলেন, আমি এখানে থাকতে পারছি না।

হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুসারে রোববার নেতজারিম থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা ছিল। 

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রোববার নেতজারিমের উত্তরে গাজা সিটিতে ইসরাইলি বাহিনী তিনজন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে।

সেনাবাহিনী জানিয়েছে, তারা সতর্কীকরণ গুলি চালিয়েছে এবং সেনাদের কাছে আসা ফিলিস্তিনিদের আঘাত করেছে।

গাজা যুদ্ধ শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের উপর হামাসের আক্রমণের মাধ্যমে এবং ট্রাম্পের শপথ গ্রহণের আগে যে যুদ্ধবিরতি চুক্তিবদ্ধ হয়েছিল তা মূলত যুদ্ধ বন্ধ করে দিয়েছে।

ইসরাইলের সরকারি পরিসংখ্যান অনুসারে এএফপি জানায়, সবচেয়ে ভয়াবহ ২০২৩ সালের এই হামলায় ১,২১০ জন নিহত হন। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। 

হামাস ২৫১ জনকে জিম্মি করে। যাদের মধ্যে ৭৩ জন গাজায় রয়ে গেছে। ইসরাইলি সেনাবাহিনীর মতে যাদের মধ্যে ৩৪ জন মৃত।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এই অঞ্চলে কমপক্ষে ৪৮,১৮১ জন নিহত হয়েছে।

বর্তমান যুদ্ধবিরতির অধীনে, ইসরাইল এবং হামাস শনিবার তাদের পঞ্চম জিম্মি-বন্দী বিনিময় সম্পন্ন করে। যার মধ্যে তিনজন ইসরাইলি জিম্মি এবং ১৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার ট্রাম্প গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়া এবং সেখানকার বাসিন্দাদের নির্মূল করার পরামর্শ দিয়ে বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি করেছেন।

যুক্তরাষ্ট্র থেকে ইসরাইল ফিরে আসার পর, নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্প ইসরাইলের জন্য সম্পূর্ণ ভিন্ন, অনেক ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন। একটি বিপ্লবী, সৃজনশীল পদ্ধতি যা আমরা বর্তমানে আলোচনা করছি। 

তিনি আরো বলেন, ট্রাম্প এটি বাস্তবায়নে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। আমি বিশ্বাস করি এটি আমাদের জন্য অনেক অনেক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সপ্তাহের শুরুতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে গাজা থেকে স্বেচ্ছায় প্রস্থানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন।

মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুল বিমানবন্দরে এরদোগান সাংবাদিকদের বলেন, গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই।

নির্বাচন-পূর্ব বিতর্কে বক্তব্য রাখার সময় স্কোলজ ট্রাম্পের পরিকল্পনাকে একটি কেলেঙ্কারি হিসেবে বর্ণনা করেন। তিনি আরো বলেন, বাসিন্দারদের স্থানান্তর অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানায়, আগামী ২৭ ফেব্রুয়ারি ফিলিস্তিনি অঞ্চল সম্পর্কিত সর্বশেষ জরুরি উন্নয়ন নিয়ে আলোচনা করার জন্য একটি আরব শীর্ষ সম্মেলন আয়োজন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে তরমুজবাহী ট্রলার ডাকাতির প্রধান আসামি গ্রেফতার
শহিদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসায় তারেক রহমান
জাপানে ভাল্লুকের আক্রমণে এক নারী নিহত, নিখোঁজ ১
চুনারুঘাটে গণসংযোগ ও লিফলেট বিতরণ বিএনপির
নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রে উত্তরণ প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে : মির্জা ফখরুল
শেরপুরে ৩১ দফার লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা বিএনপির
বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ১,৬৩,০২৮ মামলা নিষ্পত্তি লিগ্যাল এইডের
শহিদুল আলম গাজায় পৌঁছেছেন দাবিতে ভাইরাল ছবিটি ভুয়া
কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার
প্রথমবারের মত ওয়ানডে দলে সাইফ, ফিরলেন সোহান
১০