সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা 

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৮
সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি। ছবি: বাসস

সাতক্ষীরা, ১৪ ফ্রেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ‘বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ’ এ স্লোগানকে সামনে রেখে জেলায় সুন্দরবন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে শহরের মিনি মার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ম্যানগ্রোভ সভা ঘরে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। 

এতে সভাপতিত্ব করেন, সুন্দরবন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক কল্যাণ ব্যানাজি।

সদস্যসচিব মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, প্রফেসর আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, অধ্যাপক ইদ্রিস আলী, বাসদের সংগঠক নিত্যানন্দ সরকার, জেলা গণ ফোরামের সভাপতি আলীনুর খান বাবুল, সাংবাদিক রঘুনাথ খাঁ, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উন্নয়ন কর্মী লুইস রানা গাইন, উদিচির সাধারণ সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সাংবাদিক এম বেলাল হোসাইনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য মায়ের ভূমিকা পালন করে। যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগে মায়ের মত বুক পেতে দিয়ে উপকূলকে রক্ষা করে। এছাড়া উপকুলীয় মানুষের জীবিকার একমাত্র কেন্দ্র সুন্দরবন। অথচ মানুষের অসচেতনায় সুন্দরবনের জীববৈচিত্র ধবংসের দ্বারপ্রান্তে। সুন্দরবন নির্ভর মানুষের পাশাপাশি ভ্রমণে আসা মানুষ প্লাস্টিকসহ নানা বর্জ্য সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন নদীতে ফেলে মারাত্মক ক্ষতি করছে। এখনই সুন্দরবনকে রক্ষা করা না গেলে উপকূল থাকবে না। উপকূল না থাকলে আমরাও থাকবো না।

অবিলম্বে সুন্দরবন রক্ষায় সচেতনতাবৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনাসহ কার্যকরি উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বনকর্মী ও চিকিৎসকসহ আহত ১৫
খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে বিএনপির উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
১০