মশক নিয়ন্ত্রণে কাজ করবে সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক: ডিএনসিসি

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:৩৯
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। ফাইল ছবি

ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস): ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, আসন্ন বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসির) সাথে সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে।

আজ সোমবার গুলশান নগর ভবনে ডিএনসিসি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।     

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘মশক নিয়ন্ত্রণে জনচেতনতার বিকল্প নাই। তাই জনসচেতনতা বৃদ্ধিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। এ ছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন গণ-পরিসরগুলিতে মশক নিধনের আধুনিক ফাঁদ স্থাপন করা হবে।  

তিনি বলেন, মশক নিধনে ডিএনসিসির ব্যবহৃত কীটনাশকগুলোর নিরপেক্ষ ল্যাবে কার্যকারিতা পরীক্ষা করা হবে। 

গোল টেবিল বৈঠকে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, বিভিন্ন সংস্থা থেকে আগত প্রতিনিধি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিউ ইয়র্ক রাজ্যে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫, অনেকেই আহত
দিনাজপুরে মাদকবাহী ট্রাকসহ দুই জন আটক
শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিক
জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে ইতালির প্রধানমন্ত্রীর সফর স্থগিত, বাতিল নয় : বাংলাফ্যাক্ট
নরসিংদীর রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
১০