জামালপুরের জামালগঞ্জ কূপ-১-এ গ্যাস পাওয়া গেছে

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ২০:১৫ আপডেট: : ০১ জুন ২০২৫, ২১:১৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস): জামালপুর জেলার মাদারগঞ্জের জামালগঞ্জে কূপ-১-এ প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে।  বাপেক্সের একজন কর্মকর্তা আজ একথা জানান।

জামালপুর-১ অনুসন্ধান কূপ প্রকল্পের ড্রিলিং সুপারিনটেনডেন্ট এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ মুজাম্মেল হক বাসসকে জানান, বাংলাদেশ পেট্রোলিয়ম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি (বাপেক্স) প্রাথমিক পরীক্ষায় জামালপুরের মাদারগঞ্জে গ্যাস আবিষ্কার করেছে।

তিনি বলেন, গত রাতে (শনিবার) ২,৬০০ মিটার খননের পর গ্যাস পাওয়া যায়। তিনি আরও বলেন, ‘এখন ড্রিল স্টেম টেস্টিং (ডিএসটি) চলছে। বিভিন্ন পরীক্ষার পর গ্যাসের পরিমাণ জানা যাবে।’

মুজাম্মেল হক বলেন, বর্তমানে ৭.২ মিলিয়ন প্যাসকেল চাপে গ্যাস নির্গত হচ্ছে। তবে আগামী ১৫ দিনের পর্যবেক্ষণ এবং পরীক্ষার পর গ্যাসের সঠিক মজুত জানা যাবে। 

তিনি জানান, এখন মাটির বিভিন্ন স্তর থেকে গ্যাস নির্গত হচ্ছে।

বাপেক্সের তথ্যমতে, রাষ্ট্রায়ত্ত বাপেক্স ১৯৮০ সালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরতাপাড়া গ্রামে ভূকম্পন সংক্রান্ত তথ্যে গ্যাসের উপস্থিতি খুঁজে পায়।

২০১৪-১৫ অর্থবছরে ভূকম্পন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় এবং ২০১৫-১৬ অর্থবছরে একটি ক্লোজ গ্রিড ভূকম্পন জরিপ পরিচালিত হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ তথ্য বিশ্লেষণের পর ২৪ জানুয়ারি জামালগঞ্জ-১ অনুসন্ধান কূপে খনন শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০