জামালপুরের জামালগঞ্জ কূপ-১-এ গ্যাস পাওয়া গেছে

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ২০:১৫ আপডেট: : ০১ জুন ২০২৫, ২১:১৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস): জামালপুর জেলার মাদারগঞ্জের জামালগঞ্জে কূপ-১-এ প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে।  বাপেক্সের একজন কর্মকর্তা আজ একথা জানান।

জামালপুর-১ অনুসন্ধান কূপ প্রকল্পের ড্রিলিং সুপারিনটেনডেন্ট এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ মুজাম্মেল হক বাসসকে জানান, বাংলাদেশ পেট্রোলিয়ম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি (বাপেক্স) প্রাথমিক পরীক্ষায় জামালপুরের মাদারগঞ্জে গ্যাস আবিষ্কার করেছে।

তিনি বলেন, গত রাতে (শনিবার) ২,৬০০ মিটার খননের পর গ্যাস পাওয়া যায়। তিনি আরও বলেন, ‘এখন ড্রিল স্টেম টেস্টিং (ডিএসটি) চলছে। বিভিন্ন পরীক্ষার পর গ্যাসের পরিমাণ জানা যাবে।’

মুজাম্মেল হক বলেন, বর্তমানে ৭.২ মিলিয়ন প্যাসকেল চাপে গ্যাস নির্গত হচ্ছে। তবে আগামী ১৫ দিনের পর্যবেক্ষণ এবং পরীক্ষার পর গ্যাসের সঠিক মজুত জানা যাবে। 

তিনি জানান, এখন মাটির বিভিন্ন স্তর থেকে গ্যাস নির্গত হচ্ছে।

বাপেক্সের তথ্যমতে, রাষ্ট্রায়ত্ত বাপেক্স ১৯৮০ সালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরতাপাড়া গ্রামে ভূকম্পন সংক্রান্ত তথ্যে গ্যাসের উপস্থিতি খুঁজে পায়।

২০১৪-১৫ অর্থবছরে ভূকম্পন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় এবং ২০১৫-১৬ অর্থবছরে একটি ক্লোজ গ্রিড ভূকম্পন জরিপ পরিচালিত হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ তথ্য বিশ্লেষণের পর ২৪ জানুয়ারি জামালগঞ্জ-১ অনুসন্ধান কূপে খনন শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
শুঁটকি মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়ছে প্রচুর মাছ, খুশি জেলেরা
১০