বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: বিডা প্রধান

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ২১:১১
রাজধানীতে অনুষ্ঠিত দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন’ শেষে আজ  এক সংবাদ সম্মেলনে কথা বলেন চৌধুরী আশিক মাহমুদ। ছবি: পিআইডি

ঢাকা, ১ জুন ২০২৫ (বাসস): বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের  (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চীনা ব্যবসায়ী প্রতিনিধিদলের সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

তিনি বলেন, ‘এই সম্মেলন দুই দেশের মধ্যে সম্পর্ক এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি বাংলাদেশের মাটিতে চীনের সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিনিধি দল। এই দলে প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতা রয়েছেন। যারা চীনের ১৪৩টি কোম্পানির  প্রতিনিধিত্ব করছেন। যার মধ্যে অনেকগুলো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানও রয়েছে।’

রাজধানীতে অনুষ্ঠিত দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন’ শেষে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে চৌধুরী আশিক মাহমুদ এসব কথা বলেন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতায় বেজা এবং বিডা এই অনুষ্ঠানের আয়োজন করে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও অধিবেশনে যোগ দেন।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, সম্মেলনের টেকনিক্যাল সেশনে আলোচনার মূল বিষয়বস্তু ছিল, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক অঞ্চল, গার্মেন্টস ও টেক্সটাইল খাতে যৌথ উদ্যোগ,  ইলেকট্রনিক্স ও যন্ত্রপাতি শিল্পে চীনা প্রযুক্তি স্থানান্তর, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগের সুযোগ।

তিনি বলেন, ‘চীন ও বাংলাদেশের প্রায় ৫৫০ জন ব্যবসায়ী প্রতিনিধি আলোচনায় অংশ নেন। চীনা ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, সম্মেলনে বি-টু-বি ও বি-টু-জি এর অধীনে ১০০টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং দুই দেশের উদ্যোক্তারা সম্ভাব্য যৌথ প্রকল্প নিয়ে মতবিনিময় করেছেন।

তিনি বলেন, বেজা এবং পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যার আওতায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় একটি চীনা এগ্রিভোল্টাইক্স অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১৫
উন্নয়ন অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে : অর্থ উপদেষ্টা
রাঙ্গামাটিতে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ডিএসইতে আজ ৪০১টি কোম্পানির ২৬ কোটি ৬৬ লাখ শেয়ারের লেনদেন হয়েছে
ভারত সিরিজে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন স্টার্ক, বাদ লাবুশেন
রোহিঙ্গা ক্যাম্পে ইমামদেরকে প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন
রাজধানীর মোহাম্মদপুর থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ: বিশ্বব্যাংকের পূর্বাভাস
‘অনিচ্ছা’ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় ইউরোপীয়ান লিগ খেলার অনুমতি দিল উয়েফা
১০