গণ-অভ্যুত্থান দিবস বাংলাদেশের স্বাধীকার আন্দোলনের ইতিহাসে অনন্য সাধারণ দিন : রাষ্ট্রপতি 

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩৮ আপডেট: : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:২৬

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গণ-অভ্যুত্থান দিবস বাংলাদেশের স্বাধীকার আন্দোলন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাসে এক অনন্য সাধারণ দিন।

আগামীকাল গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে দেওয়া আজ এক বাণীতে তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এক অবিস্মরণীয় অধ্যায়।’ 

তিনি বলেন, ‘ঊনসত্তরের ২৪ জানুয়ারি শাসকগোষ্ঠীর দমন-পীড়ন বন্ধ ও পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের দাবিতে কারফিউ ভঙ্গ করে রাজনীতিক-ছাত্র-শিক্ষক-জনতা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে শহিদ হন ঢাকাস্থ নবকুমার ইনস্টিটিউশন স্কুলের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমানসহ আরো অনেক সংগ্রামী প্রাণ। ১৯৬৯ সালের এই দিনে দেশের স্বাধিকার আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে শহিদ মতিউরসহ অন্যান্য শহিদের রক্ত বৃথা যায়নি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘গণ-অভ্যুত্থানের পথ ধরে আমরা পেয়েছি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার। জুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান যুগিয়েছে অমিত প্রেরণা। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে অর্জিত এই স্বাধীনতা ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি শহিদ মতিউরসহ দেশের মুক্তি সংগ্রামের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেরোবিতে গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বোয়ালখালীতে অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী
শ্রমিক বান্ধব পেনশন স্কিম চালু করার সুপারিশ সংস্কার কমিশনের
৮০০ কর্মী ও স্বেচ্ছাসেবীর সমন্বয়ে ডিএসসিসি’র মশক নিধন অভিযান
ভোলায় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত আটক 
পোপের মৃত্যুতে শোক জানালেন ইসরাইলের নেতানিয়াহু
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা
ক্যাম্বোডিয়া সফর শেষে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে থাই প্রধানমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীতে আবারও ভাঙন শুরু, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
নারীহত্যা রোধে পদক্ষেপ নিতে ব্যর্থ কেনিয়া : অধিকারকর্মীদের অভিযোগ
১০