১০৬টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিলো ডিএমপি

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৮
১০৬টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিলো ডিএমপি। ছবি: ডিএমপি

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৬টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা পুলিশ। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৬৫টি ও হাতিরঝিল থানা ৪১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইল ফোন সেটগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অন্তর্গত দুটি থানার (তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা) মোবাইল উদ্ধার টিম কর্তৃক জানুয়ারি  মাসে মোট ১০৬টি মোবাইল উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ লাখ টাকা। বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত এক মাসে মোবাইল ফোন সেটগুলো উদ্ধার করা হয়।

তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা যায়, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অন্তর্গত থানা (তেজগাঁও শিল্পাঞ্চল এবং হাতিরঝিল থানা) নিয়ে দুটি মোবাইল ফোন উদ্ধার টিম গঠন করে এক মাসে ১০০টি মোবাইল ফোন উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করেন। 

তেজগাঁও শিল্পাঞ্চল জোনের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং মোবাইল ফোন উদ্ধার টিমের সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফলশ্রুতিতে গতমাসে ১০৬টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

এ সময় উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, আমাদের মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম আরো ব্যাপকভাবে বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। 

তেজগাঁও বিভাগের ছয়টি থানাতেই মোবাইল ফোন উদ্ধার টিম গঠন করে হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট দ্রুততম সময়ে ফিরিয়ে দেয়ার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি জনসাধারণকে আরো সচেতন ভাবে মোবাইল ফোন ব্যবহার ও সংরক্ষণের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে উচ্ছ্বসিত মোবাইল ফোন মালিকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে পরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত ও যৌন হয়রানি প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
চাঁদপুরে আগুনে পুড়েছে ১১ ব্যবসা প্রতিষ্ঠান
১০