আওয়ামী লীগ নেতা কে এম হোসেন আলী হাসান ও পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

বাসস
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৮
বিদেশ গমনে নিষেধাজ্ঞা।ছবি : বাসস

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান ও তার পরিবারের ৪ সদস্যের  বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে হোসেন আলীর স্ত্রী বেগম গোলেনুর, মেয়ে সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাসনা হেনা এবং মেয়ের জামাই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম (জাহাঙ্গীর) এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত।

দুদক কর্মকর্তা আবু সাঈদ জানান, আওয়ামী লীগ নেতা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এমতাবস্থায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়ার আবেদন করা হলে শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন। আদেশ কার্যকর করতে আদেশের কপি পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হোসেন আলী ও তার মেয়ে সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাসনা হেনা সহ পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন।

এর আগে ৪ আগষ্ট সিরাজগঞ্জ শহরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ চলাকালে বিএনপির তিনজন নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় দায়ের করা একাধিক মামলায় আওয়ামী লীগ নেতা হাসানকে আসামি করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে
আওয়ামী লীগের বিচারসহ ৮ দফা ঐকমত্যে এনসিপি ও খেলাফত মজলিস
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের নয়, দুই হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য
চীন-বাংলা বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র
নওগাঁয় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত
দুর্নীতি মামলায় রাজউক কর্মচারীর ৭ বছরের কারাদণ্ড
দুই মেয়াদের পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সংকুচিত করার যৌক্তিকতা নেই : বিএনপি
১০