ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)।
আজ রোববার এক বিবৃতিতে এবিবির চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন এমন হামলার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের হামলা সুশাসন, জবাবদিহিতা এবং আইনের শাসনকে দুর্বল করার একটি প্রচেষ্টা।
বিবৃতিতে তিনি বলেন, প্রশাসকের ওপর এমন আক্রমণ শুধু একজন ব্যক্তির ওপরই আক্রমণ নয়, বরং দেশের আইন ও বিচার ব্যবস্থার জন্য সরাসরি হুমকিও। আইনের শাসন দ্বারা পরিচালিত একটি সমাজে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই।
অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের বিচারের আওতায় আনার জন্য যথাযথ কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি বলেন, দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা সমুন্নত রাখার প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংকের পাশে থেকে সহায়তা করার ব্যাপারে এবিবি প্রতিশ্রুতিবদ্ধ।