চট্টগ্রামে আ. লীগ- ছাত্রলীগের আরও ২৪ জন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৮ আপডেট: : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৩

চট্টগ্রাম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আরও ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ মঙ্গলবার নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা থেকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তাদের অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, ওলামা লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাকলিয়া থানার অভিযানে মো. হাসান (২৫), চকবাজার থানার মো. হাসান (৩২), চান্দগাঁও থানার মো. কামরুল ইসলাম (২৫), মো. শ্রবন মিয়া (১৯), মো. সোহেল (৩২), মো. আজাদ প্রকাশ জাম্বু (৪৪), মো. মিলন (৩০), খুলশী থানার মো. ইব্রাহিম প্রকাশ বাপ্পি (১৮), বায়েজিদ বোস্তামী থানার মো. শহীন (২৬), ডবলমুরিং মডেল থানার আসামি তাসলিমা আক্তার রিয়া (২১), মাহি আক্তার (১৯), মো. জোনায়েদ (২৭), মো. শাহীন (৩২), পাহাড়তলী থানার আসামি মো. ইমন (১৯), জানে আলম ইমন (২২), আকবরশাহ্ থানার আসামি মো. সাগর (১৯), মো. সাইদ (২০), মো. নাছির ফরাজী (২৪), মো. নাছির হোসেন (২৪), হালিশহর থানার আসামি মো. আলমগীর (৪২), বন্দর থানার আসামি মো. আবুল ফয়েজ দুলাল (৫৬), ইপিজেড থানার আসামি মো. মহিউদ্দিন (৪৩), পতেঙ্গা মডেল থানার আসামি ৪০নং ওয়ার্ড কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক রাকিব উদ্দিন মানিক (৩০) ও কর্ণফুলী থানার আসামি কর্ণফুলী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. শাহজাহান (৩৯)।

সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০