ঢাকায় সন্ত্রাস দমনবিষয়ক আসিয়ান আঞ্চলিক ফোরামের সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২১:০১
ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : আসিয়ান আঞ্চলিক ফোরামের সন্ত্রাসবাদ মোকাবিলা ও আন্তঃদেশীয় অপরাধবিষয়ক (এআরএফ আইএসএম অন সিটিটিসি) দুই দিনের ২১তম ইন্টারসেশনাল সভা আজ রাজধানীতে শেষ হয়েছে।

এ ইন্টারসেশনাল সভা (আইএসএম) পাঁচটি অগ্রাধিকারমূলক ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে। যার মধ্যে রয়েছে অবৈধ মাদক, রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক (সিবিআরএন) বিষয়, হিংসাত্মক চরমপন্থা প্রতিরোধ ও মোকাবিলা, মানব পাচার ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনা।

আঞ্চলিক ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকির ক্ষেত্রে এ জাতীয় প্রচলিত ও অপ্রচলিত উভয় উৎস সম্পর্কিত বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটিটিসি বিষয়ক এআরএফ আইএসএম-এর কো-চেয়ার হিসেবে বাংলাদেশ অন্য দুটি কো- চেয়ার দেশ ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে।

দুই দিনের এই বৈঠকে এআরএফ-এর ২৭টি অংশগ্রহণকারী দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা একত্রিত হন।

১৯৯৩ সালের ২৩-২৫ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২৬তম আসিয়ান মিনিস্টারিয়াল মিটিং এবং পোস্ট মিনিস্টারিয়াল কনফারেন্স অভিন্ন স্বার্থ ও উদ্বেগের রাজনৈতিক ও নিরাপত্তার বিষয়গুলোতে গঠনমূলক সংলাপ ও পরামর্শ জোরদার করার জন্য আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয়।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আস্থা-নির্মাণ ও বিরোধ নিরসনমূলক  কূটনীতির প্রচেষ্টায় উল্লেখযোগ্য অবদান রাখাও এর লক্ষ্য।

বাংলাদেশ ২০০৬ সালে আসিয়ান আঞ্চলিক ফোরামে যোগ দেয় এবং প্রথমবারের মতো ২০২৩ সালে সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ বিষয়ক এআরএফ আইএসএম-এর কো-চেয়ারের দায়িত্ব পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০