ঢাকায় সন্ত্রাস দমনবিষয়ক আসিয়ান আঞ্চলিক ফোরামের সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২১:০১
ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : আসিয়ান আঞ্চলিক ফোরামের সন্ত্রাসবাদ মোকাবিলা ও আন্তঃদেশীয় অপরাধবিষয়ক (এআরএফ আইএসএম অন সিটিটিসি) দুই দিনের ২১তম ইন্টারসেশনাল সভা আজ রাজধানীতে শেষ হয়েছে।

এ ইন্টারসেশনাল সভা (আইএসএম) পাঁচটি অগ্রাধিকারমূলক ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে। যার মধ্যে রয়েছে অবৈধ মাদক, রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক (সিবিআরএন) বিষয়, হিংসাত্মক চরমপন্থা প্রতিরোধ ও মোকাবিলা, মানব পাচার ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনা।

আঞ্চলিক ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকির ক্ষেত্রে এ জাতীয় প্রচলিত ও অপ্রচলিত উভয় উৎস সম্পর্কিত বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটিটিসি বিষয়ক এআরএফ আইএসএম-এর কো-চেয়ার হিসেবে বাংলাদেশ অন্য দুটি কো- চেয়ার দেশ ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে।

দুই দিনের এই বৈঠকে এআরএফ-এর ২৭টি অংশগ্রহণকারী দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা একত্রিত হন।

১৯৯৩ সালের ২৩-২৫ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২৬তম আসিয়ান মিনিস্টারিয়াল মিটিং এবং পোস্ট মিনিস্টারিয়াল কনফারেন্স অভিন্ন স্বার্থ ও উদ্বেগের রাজনৈতিক ও নিরাপত্তার বিষয়গুলোতে গঠনমূলক সংলাপ ও পরামর্শ জোরদার করার জন্য আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয়।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আস্থা-নির্মাণ ও বিরোধ নিরসনমূলক  কূটনীতির প্রচেষ্টায় উল্লেখযোগ্য অবদান রাখাও এর লক্ষ্য।

বাংলাদেশ ২০০৬ সালে আসিয়ান আঞ্চলিক ফোরামে যোগ দেয় এবং প্রথমবারের মতো ২০২৩ সালে সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ বিষয়ক এআরএফ আইএসএম-এর কো-চেয়ারের দায়িত্ব পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কর্ণফুলীতে আগুনে পুড়ে ছাই ৬ ঘর, নারীসহ দগ্ধ ৩
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো-২০২৫’ শুরু
নোয়াখালীতে  বিএনসিসি সদস্যদের ট্রাফিক প্রশিক্ষণ প্রদান
রাঙ্গামাটিতে ডিপ্লোমা কৃষিবিদদের ওরিয়েন্টেশন কর্মসূচি
ঢাকা-ইসলামাবাদ এফওসি’র ফলোআপের অপেক্ষায় আন্তর্জাতিক বিশ্লেষকরা
নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া গ্যাস গান উদ্ধার
ধানের চেয়ে কম খরচে ভুট্টার চাষ, মাছের খাবার হিসেবে জনপ্রিয়
নোয়াখালীর সোনাইমুড়ীতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে
মঙ্গোলিয়ায় টিক-বাহিত রোগে আক্রান্ত ৪৪ জন
বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি
১০