বান্দরবানের লামায় ৬০টি পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৯:০৭ আপডেট: : ০১ জুন ২০২৫, ২১:১৯
ছবি : বাসস

বান্দরবান, ১ জুন, ২০২৫ (বাসস): জেলার লামা উপজেলায় আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় ৬০টি পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। 

আজ রোববার দুপুরে লামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে উপজেলা নির্বাহী অফিসার এ নির্দেশনা জারি করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মইন উদ্দিন জানান, পাহাড়ে ভারী বর্ষণ হচ্ছে, পাহাড় ধসের আশঙ্কাও আছে। এ বর্ষণ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। অন্যদিকে, লামার বেশিরভাগ কটেজগুলো পাহাড়ের উপরে। তাই পাহাড় ধসে যাতে কোন পর্যটকের প্রাণহানি না ঘটে তাই রিসোর্টগুলো বন্ধ রাখতে বলা হয়েছে। 

তিনি জানান, ভারী বর্ষণ থামলে এবং পাহাড় ধসের আশঙ্কা কেটে গেলে রিসোর্টগুলো আবারো খুলে দেয়া হবে। 

জেলায় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার বিকাল ৩টা পর্যন্ত) বান্দরবানে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, বান্দরবানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী জানান, ভারী বৃষ্টির ফলে সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানির উচ্চতা বেড়েছে, তবে তা এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের কাশ্মীরে বন্যায় ৬০ জনের প্রাণহানি
তুরস্কেবিরোধী দলীয় ৪০ নেতা গ্রেফতার
খালেদা জিয়ার  জন্মদিন উপলক্ষে ময়মনসিংহে কোরআন খতম ও দোয়া মাহফিল 
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৯৯১ 
দিনাজপুর কান্তজিউ মন্দিরে যুগল বিগ্রহ অনুষ্ঠিত 
আশুলিয়া থেকে সন্ত্রাসী আল-আমিনসহ গ্রেফতার ৩, পিস্তল ও গুলি উদ্ধার
পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের প্রতিশ্রুতি : কোনোভাবেই ভয়ভীতি বা চাপের কাছে নত হবেন না
ন্যায্য মজুরি থেকে বঞ্চিত তিন স্থলবন্দরের পাথর শ্রমিকরা
জুলাই মাসে মার্কিন উৎপাদক মূল্যস্ফীতি তিন বছরের মধ্যে সর্বোচ্চ
জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ : সেনাবাহিনীর উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন
১০