পদায়ন ও বদলি সংক্রান্ত বিষয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান আইন মন্ত্রণালয়ের 

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৯:৩৮

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস) : জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের পদায়ন ও বদলি সংক্রান্ত বিষয়ে যে কোন ধরনের প্রলোভন, প্রস্তাব বা প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিবন্ধন অধিদপ্তরের অধীন জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের পদায়ন ও বদলি আইন ও বিচার বিভাগের একটি নিয়মিত কার্যক্রম। বদলি প্রক্রিয়ায় জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের আবেদন, কর্মকাল, স্বামী বা স্ত্রীর কর্মস্থল, চিকিৎসা ও অন্যান্য মানবিক প্রয়োজন বিবেচনায় নেওয়া হয়।

এতে আরও জানানো হয়, বিশেষভাবে উল্লেখ্য, উল্লিখিত বদলি কার্যক্রমে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ বিষয়ে কোনো অসাধু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক কোনো ধরনের প্রলোভন, প্রস্তাব বা প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

এতে প্রয়োজনে এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করার পরামর্শও দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কর্মসূচি
খাগড়াছড়িতে মোবাইল টাওয়ারের ক্যাবল চুরি ঘটনায় গ্রেপ্তার ৩ 
নোবিপ্রবিতে প্রজেক্ট প্রপোজাল রাইটিং বিষয়ক প্রশিক্ষণ
পাকিস্তানের ইউএএফ-এ সার্ক এগ্রিকালচার সেন্টারের বুক কর্নার উদ্বোধন
এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন: ইসি সচিব
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীমের ওপর হামলার মিথ্যা ভিডিও শনাক্ত : বাংলাফ্যাক্ট
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখছে: শিল্প উপদেষ্টা
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু
ফেনীতে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১০