বাস ভেসে যাওয়ার মিয়ানমারের ভিডিও বাংলাদেশের বলে প্রচার : ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১০:১৬ আপডেট: : ০২ জুন ২০২৫, ১০:২৭

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস): বাস ভেসে যাওয়ার একটি ভিডিও মিয়ানমারের হলেও সেটিকে বাংলাদেশে ঢাকার সড়কের বলে প্রচার করার ঘটনা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

চলমান গুজব, ভুয়া খবর এবং অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এটি একটি স্বাধীন ফ্যাক্টচেকিং সত্ত্বা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) কর্তৃক পরিচালিত।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, চলতি বছরের ২৬ মে মিয়ানমারের মান্দালয় অঞ্চলে ভারি বর্ষণের কারণে একটি যাত্রীবাহী বাস স্রোতে আটকা পড়ে এবং কিছুদূর ভেসে যায়। অথচ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে দাবি করা হয়, ‘প্রবল বর্ষণের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে পানির স্রোতে বাস ভেসে যাচ্ছে।’

ফ্যাক্টচেক করে নিশ্চিত করা হয়েছে, ভিডিওটি বাংলাদেশের নয়, বরং মিয়ানমারের।

ফ্যাক্টওয়াচ আরো জানায়, একটি মহল দেশ-বিদেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশসহ বিভিন্ন ইস্যুতে গুজব, ভুল তথ্য এবং অপতথ্য ছড়িয়ে দিচ্ছে, এমন প্রমাণ পাওয়া গেছে। শুধু ২০২৫ সালের এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি বিভ্রান্তিকর বিষয় যাচাই করে সেগুলোর ভুল তথ্য শনাক্ত করা হয়েছে।

ফ্যাক্টচেক অনুসন্ধান দল জানিয়েছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য প্রচারের প্রবণতা বেড়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
১০