বাস ভেসে যাওয়ার মিয়ানমারের ভিডিও বাংলাদেশের বলে প্রচার : ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১০:১৬ আপডেট: : ০২ জুন ২০২৫, ১০:২৭

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস): বাস ভেসে যাওয়ার একটি ভিডিও মিয়ানমারের হলেও সেটিকে বাংলাদেশে ঢাকার সড়কের বলে প্রচার করার ঘটনা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

চলমান গুজব, ভুয়া খবর এবং অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এটি একটি স্বাধীন ফ্যাক্টচেকিং সত্ত্বা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) কর্তৃক পরিচালিত।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, চলতি বছরের ২৬ মে মিয়ানমারের মান্দালয় অঞ্চলে ভারি বর্ষণের কারণে একটি যাত্রীবাহী বাস স্রোতে আটকা পড়ে এবং কিছুদূর ভেসে যায়। অথচ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে দাবি করা হয়, ‘প্রবল বর্ষণের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে পানির স্রোতে বাস ভেসে যাচ্ছে।’

ফ্যাক্টচেক করে নিশ্চিত করা হয়েছে, ভিডিওটি বাংলাদেশের নয়, বরং মিয়ানমারের।

ফ্যাক্টওয়াচ আরো জানায়, একটি মহল দেশ-বিদেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশসহ বিভিন্ন ইস্যুতে গুজব, ভুল তথ্য এবং অপতথ্য ছড়িয়ে দিচ্ছে, এমন প্রমাণ পাওয়া গেছে। শুধু ২০২৫ সালের এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি বিভ্রান্তিকর বিষয় যাচাই করে সেগুলোর ভুল তথ্য শনাক্ত করা হয়েছে।

ফ্যাক্টচেক অনুসন্ধান দল জানিয়েছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য প্রচারের প্রবণতা বেড়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিস্টরা মাদরাসা শিক্ষা ধ্বংসের আয়োজন করেছিল : মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান
সাতক্ষীরায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ছাত্র প্রতিনিধিরা 
ব্রাজিল সফরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ
লাভজনক হওয়ায় বিদেশি ফলের আবাদে ঝুঁকছে কৃষকরা
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪
এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে খেলবেন না মিরাজ
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা : ভিপি জিতু, জিএস মাজহারুল
ইসলামি বইমেলা উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
রাঙ্গামাটিতে শিশু-কিশোর-কিশোরীদের কারাতে বেল্ট প্রদান
১০