সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি লতিফকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৯:০৭

ঢাকা, ৪ জুলাই, ২০২৫ (বাসস): সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভগ্নিপতি ও কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান লতিফ ভূইয়া কামাল ওরফে হামিদ লতিফ ভূইয়া কামালকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারীকে হত্যার অভিযোগে আনা মামলায় তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে আদালত আজ নির্দেশ দেন।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম। অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। 

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

বাড্ডা থানাধীন আফতাব নগর ভূইয়া বাড়ীর মোড়ের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলনকারী ৫০০/৭০০ জন ছাত্রজনতা উত্তর বাড্ডা থানা এলাকায় আন্দোলন করা অবস্থায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রে শাস্ত্রে সজ্জিত হয়ে ঘটনা স্থলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর আক্রমন করে। ঘটনার দিন শুক্রবার জুমার নামাজের পর ভিকটিম পারভেজ বেপারী (২৩) বন্ধুদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে ঘটনাস্থল এলাকায় মিছিল নিয়ে বের হলে আসামিরা দলবদ্ধভাবে তাকে এলোপাথারি প্রহার করে এবং গুলি বর্ষন করে। এতে ভিকটিম পারভেজ বেপারী মারাত্মকভাবে রক্তাক্ত জখম প্রাপ্ত হলে আন্দোলনকারী ছাত্র জনতা ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা দেয়। এ ঘটনায় ভিকটিম পারভেজ বেপারীর পিতা সবুজ বাদী হয়ে চলতি বছরের ২ জুলাই গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় লতিফ ভূইয়া কামাল ওরফে হামিদ লতিফ ভূইয়া কামাল এজহারনামীয় আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন  
চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে সুপারভাইজার নিখোঁজ
নড়াইলে বিনামূল্যে দেড় হাজার রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
১০