সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব : শিমুল বিশ্বাস 

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৯:২৭
এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস শুক্রবার পাবনা প্রেসক্লাবে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য ছবি: বাসস

পাবনা, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন তথা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। আর দেশে শান্তি ও ন্যায় বিচারের মাধ্যমে আমাদের মানুষের পাশে থাকতে হবে। 

আজ শুক্রবার পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের পরিচালনায় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।  

এ সময় তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে দরকার সুষ্ঠু নির্বাচন। 

শিমুল বিশ্বাস বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন মানুষ দেখেছে দেশবাসীর মাঝে যে আতঙ্ক বিরাজ করেছে, সেইসব দুঃসহ স্মৃতিকে মানুষ এখনো ভুলতে পারেনি।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘বিগত দিনে আমাদের অনেক অন্যায় অত্যাচার হামলা মামলা সহ্য করতে হয়েছে। সেই সময় যেন আর না আসে সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। আর চোখ কান খোলা রেখে চলতে হবে যেন কোনো কুচক্রী মহল আগামী নির্বাচনে আমাদের বাঁধা হয়ে না দাঁড়ায়।’   

মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অহিদ মাস্টার, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাব্বির হোসেন বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি তৌফিকুল হাবিব, পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, আহবায়ক কমিটির সদস্য মো. মামুন, সেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার এক নং যুগ্ম-আহবায়ক এসকে সাগর, পৌর বিএনপির সাবেক সদস্য মিঠুসহ সাবেক পাবনা সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ আমাকে জনতার মঞ্চে নিয়ে এসেছেন: এটিএম আজহারুল ইসলাম
গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের আলোচনার ইঙ্গিত
অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য চিরতরে বিদায় করতে চাই : নাহিদ ইসলাম
রোমে জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪৫
নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা 
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কার, সেই সংস্কার আদায় করে ছাড়ব: শফিকুর রহমান 
সিকৃবিতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ‘জুলাই ৩৬ গেট’ উদ্বোধন
জুলাই সনদ বাস্তবায়নে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম
টি-টোয়েন্টি দলে ফিরলেন নাইম ও সাইফুদ্দিন
১০