চট্টগ্রামে অকটেন পাচারকালে কোস্ট গার্ডের অভিযানে আটক ১

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২০:১২
চট্টগ্রামের সদরঘাট থানার ব্রিজঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অকটেনসহ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: বাসস

চট্টগ্রাম, ৪ জুলাই ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সদরঘাট থানার ব্রিজঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ১৭০ লিটার অবৈধ অকটেনসহ মো. শহিদ (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা অকটেনের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা।

কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা  জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে,  গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক ব্রিজঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বোট থেকে অবৈধ অকটেন নামাতে দেখে কোস্ট গার্ড সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে অভিযানিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে একজন পাচারকারীকে আটক করে।

জব্দকৃত অকটেন এবং আটককৃত পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন  
চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে সুপারভাইজার নিখোঁজ
নড়াইলে বিনামূল্যে দেড় হাজার রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
১০