আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৭:২৩
মাহমুদা বেগম। ছবি : বাসস

ঢাকা, ৬ জুলাই, ২০২৫(বাসস) : বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সভাপতি দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি।

আজ রোববার সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন।

শোক বিবৃতিতে বলা হয়েছে, ছয় দশকের বেশি সময় ধরে মাহমুদা বেগম শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে একটা শিক্ষিত জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।

পেশাজীবী নেতৃদ্বয় বলেন, এই মহিয়সী নারীও বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রেহাই পান নি। শুধু সম্পাদক মাহমুদুর রহমানের মা হওয়ার কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানসিক নির্যাতন করা হয়। মামলা মাথায় নিয়ে আজ তাকে মৃত্যুবরণ করতে হয়েছে।

শোক বার্তায় পেশাজীবী নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আজ ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মাহমুদা বেগমের বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন।

তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধু ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুনগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে পার্বত্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪৯২
সাতক্ষীরার মরিচ্চাপ নদীর বেড়িবাঁধে ভাঙন
রংপুরে এক নারীকে হত্যার ঘটনায় ৭ জনের নামে মামলা
নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্টীর মাঝে বকনা বাছুর বিতরণ
অনিয়ম, অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে তিনটি গুরত্বপূর্ণ স্থানে দুদকের অভিযান
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড 
তাইওয়ানে তাইফুন দানাসের হানা : সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষ
ডাকসু নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন বাস রুট কমিটির বৈঠক
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ১৮ কিলোমিটার উঁচু ছাইয়ের স্তম্ভ
১০