মাওলানা রফি উদ্দিন আহমাদের ইন্তেকাল : জামায়াত আমীর, সেক্রেটারি জেনারেলের শোক

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৭:২৬

ঢাকা, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য, বৃহত্তর ফরিদপুর ও নোয়াখালী জেলার সাবেক আমীর মাওলানা রফি উদ্দিন আহমাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৯টায় ৮২ বছর বয়সে ইন্তেকাল করেছেন তিনি। 

মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ বাদ আসর কেন্দ্রীয় অফিস সংলগ্ন চাঁন জামে মসজিদে প্রথম এবং আগামীকাল ৭ জুলাই সকাল ৯টায় নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শোকবাণী :

মাওলানা রফি উদ্দিন আহমাদ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক যুক্ত শোকবাণী প্রদান করেছেন।

যুক্ত শোকবাণীতে তারা বলেন, মাওলানা রফি উদ্দিন আহমাদ একজন উঁচু মানের সংগঠক ছিলেন। তিনি তাঁর সাংগঠনিক দক্ষতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বৃহত্তর নোয়াখালী ও ফরিদপুর অঞ্চলে ইসলামী আন্দোলনকে একটি মজবুত ভিত্তি লাভ করাতে সক্ষম হন। মূলত তিনি কৈশোর বয়স থেকেই কুরআন ও ইসলামী আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সংগঠনের কঠিন সময়গুলোতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সম্মানিত সদস্য হিসেবে তিনি তাঁর জীবনের বিপুল অভিজ্ঞতা দিয়ে সংগঠনকে অনন্যভাবে সহযোগিতা করেছেন। আমরা তার ইন্তেকালে গভীরভাবে শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তারা আরও বলেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। এই দাঈ ইলাল্লাহর জীবনের গুনাহখাতা ক্ষমা করে দিয়ে তা নেকিতে পরিণত করুন। চিরদিনের যে সফর শুরু হল, এ সফরে আল্লাহ তাআলা তাঁর প্রতি রহম করুন, রহমতের ফেরেশতাদেরকে দিয়ে তাঁকে সাহায্য করুন। মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন ও সহকর্মীদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনিয়ম, অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে তিনটি গুরত্বপূর্ণ স্থানে দুদকের অভিযান
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড 
তাইওয়ানে তাইফুন দানাসের হানা : সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষ
ডাকসু নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন বাস রুট কমিটির বৈঠক
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ১৮ কিলোমিটার উঁচু ছাইয়ের স্তম্ভ
বস্তির নারী ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আইসিডিডিআর,বির কার্যকর মডেল 
প্রায় ১,৬০০ ভূমিকম্পের পর জাপানের দ্বীপাঞ্চল ছেড়েছেন অনেক বাসিন্দা
নেত্রকোনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৭৪ কেজি পলিথিন জব্দ
মিয়ানমারে সংঘর্ষ, ভারতে পালিয়েছে ৪ হাজার মানুষ
বিশ্ববিদ্যালয়গুলোতে মানসিক স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্র গঠনে গুরুত্বারোপ বিশেষজ্ঞদের 
১০