ময়মনসিংহ, ৭ জুলাই ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, দেশের স্থিতিশীলতা ও শান্তি, নিরাপত্তা এবং জন আকাঙ্ক্ষা ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বার্থে দ্রুত নির্বাচন চায় বিএনপি ।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন কলেজ ছাত্র দলের মতবিনিময় সভায় গতকাল এ কথা বলেন তিনি। এমরান সালেহ প্রিন্স উপজেলা ও ইউনিয়ন মহিলা দল এবং উপজেলা ও ইউনিয়ন ওলামা দলের নেবৃন্দের সাথে গতকাল পৃথক পৃথক মতবিনিময় সভায় মিলিত হন ।
তিনি বলেন, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার ত্বরান্বিত করতে চায়।
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে বিএনপি প্রশ্নাতীতভাবে অঙ্গীকারবদ্ধ । স্বৈরাচার ও ফ্যাসিবাদ কর্তৃক দেশের সাথে সাথে বিএনপিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । এদের মোকাবেলা করেই বিএনপি টিকে আছে।
তিনি বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদ যাতে আর পুনরুত্থান না ঘটে সে জন্য আন্তরিক ভাবেই সংস্কার চায় বিএনপি । কিন্তু সংস্কারের নামে অযৌক্তিক ও জন সম্পৃক্তহীন নিত্য নতুন ইস্যু নিয়ে জটিলতা সৃষ্টি নির্বাচন বিলম্বিত করার যড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি।
প্রিন্স বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনে বিপর্যয়ের আশঙ্কা করে নিত্য নতুন ইস্যু নিয়ে এসে জটিলতা করে নির্বাচন বিলম্বিত করতে চায় ।
তিনি বলেন, ভোটের সংখ্যানুপাতে সংসদের আসন তথা পিআর পদ্ধতির নির্বাচনের ধুয়া তুলে বিতর্ক সৃষ্টি করে জাতীয় ঐক্যে ফাটল ধরানো হচ্ছে । তিনি বলেন, পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনে যেমন জনগণের অধিকার হরণ হয়, তেমনি দেশে আবার দলীয় কর্তৃত্ববাদ, স্বৈরাচার ও ফ্যাসিবাদ কায়েমের পথ প্রশস্থ করবে।
তিনি নেতাকর্মীদের প্রতি গ্রামে গ্রামে ঘরে ঘরে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা এবং মহল বিশেষের বিএনপি বিরোধী প্রচারণায় জনগণ যাতে বিভ্রান্ত না হয় সে দিকে সতর্ক থাকার আহবান জানান । তিনি বলেন, নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও জনকল্যাণে আগামী দিনের কর্মসূচি জনগণকে অবহিত করতে হবে ।
ধোবাউড়া উপজেলা ছাত্র দলের আহবায়ক জালাল উদ্দিনের সভালতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্র দলের মতবিনিময় সভায় ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।