রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৩:০৮
ছবি : বাসস

রাজশাহী, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের সময় রাজশাহী মহানগরীর একটি থানা থেকে লুট হওয়া অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫।

রোববার রাত সাড়ে ১২টার দিকে নগরীর টিকাপাড়া এলাকার একটি বালুর স্তূপের আনুমানিক ২ ফুট গভীর থেকে এগুলো উদ্ধার করা হয়।

সোমবার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অভিযানে একটি ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫; সিপিএসসি’র একটি আভিযানিক দল জানতে পারে, ছাত্র আন্দোলন চলাকালীন লুট হওয়া অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি দুষ্কৃতকারীরা বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া এলাকায় লুকিয়ে রেখেছে। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে অভিযান চালিয়ে বালুর স্তূপের ভেতর থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে র‌্যাবের গোয়েন্দা দল।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসস’কে জানান, এটি পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে কোন থানার অস্ত্র সেটি নিশ্চিত করা যায়নি। কারণ পিস্তলের গায়ে বাট নম্বর ঘষা-মাজার চিহ্ন স্পষ্ট। উদ্ধারকৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি বোয়ালিয়া থানায় জিডির পর হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন 
শেখ হাসিনার এপিএস লিকুর জমি-প্লট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ১৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
প্রথমবারের মতো হিলির আম গেল সুইজারল্যান্ডে
বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা ও সুযোগ রয়েছে : খাদ্য উপদেষ্টা
ঢাবিতে ‘ইসলামিক সাইকোলজি’ বিষয়ে বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত
ছাত্রসমাজ জুলাইয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে : শিক্ষা উপদেষ্টা
ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরবে : মির্জা ফখরুল
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক আজ, গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তির আশা
সমন্বিত খামার করে দিন বদলের স্বপ্ন দেখছেন কলেজ ছাত্র রাকিবুল
১০