ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থী এবং চব্বিশের গণঅভ্যুত্থানে সক্রিয় যোদ্ধা আহসান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
তিনি ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী এবং শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। আহসান খান সোমবার মতিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আহসান খানের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামীর স্বাক্ষরিত এক শোকবার্তায় এ কথা জানানো হয়েছে।