ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : দেশের ১৯টি শিল্প নগরীতে উদ্যোক্তাদের জন্য ৯৭৫টি শিল্প প্লট বরাদ্দ দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। প্লটের মূল্য এককালীন বা কিস্তিতে পরিশোধ করা যাবে।
কিস্তির ক্ষেত্রে পুরুষ উদ্যোক্তাদের জন্য ছয় বছরে ১২ কিস্তিতে এবং নারী উদ্যোক্তাদের জন্য সাত বছরে ১৪ কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ রাখা হয়েছে।
গত ১৬ জুন বিসিক-এর উপ-মহাব্যবস্থাপক (শিল্পনগরী ও সমন্বয় শাখা) জি এম রব্বানী তালুকদারের সই করা এক পত্রে এসব তথ্য জানানো হয়।
পত্রে বলা হয়, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদের শিল্প স্থাপনের জন্য বিসিক শিল্পনগরী ও শিল্পপার্কে বিভিন্ন অবকাঠামোগত সুবিধাসহ প্লট বরাদ্দ দেওয়া হবে। আগ্রহী উদ্যোক্তাদের বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র বিসিকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
শিল্প নগরী ও শিল্প পার্কভিত্তিক প্লট সংখ্যা হচ্ছে—মুন্সীগঞ্জে ৩৩২টি, রাজশাহীতে ২৩৭টি, গোপালগঞ্জে ৯৯টি, সিরাজগঞ্জে ৮৩টি, শ্রীমঙ্গলে ৬৫টি, চুয়াডাঙ্গায় ৫১টি, সুনামগঞ্জে ৩১টি, মাদারীপুরে ২৬টি, বরগুনায় ২৩টি, পাবনায় সাতটি, লালমনিরহাটে তিনটি, পটুয়াখালীতে দু’টি এবং কিশোরগঞ্জ, কেরানীগঞ্জ, ঝালকাঠি ও ভোলায় একটি করে। এছাড়া নোয়াখালী, রাঙামাটি ও মৌলভীবাজারে চারটি করে প্লট রয়েছে।
পত্রে আরও জানানো হয়, পুরুষ উদ্যোক্তাদের আবেদনপত্রের সঙ্গে প্লটের জমির মোট মূল্যমানের ২০ শতাংশ এবং নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে ১৫ শতাংশ ডিমান্ড ড্রাফট (ডিডি) বা পে-অর্ডার সংশ্লিষ্ট শিল্প নগরীর অনুকূলে সংযুক্ত করতে হবে।
প্লট বরাদ্দ ও অন্যান্য কার্যক্রম ‘বিসিক শিল্পনগরী/শিল্পপার্ক প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৩’ অনুযায়ী পরিচালিত হবে।