দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি : ফয়জুল করিম

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ২১:৫৩
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম । ফাইল ছবি

নাটোর, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি। 

তিনি আজ মঙ্গলবার বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ১৯৯১ সালে বিএনপি একাই নির্বাচন করেছিল। বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে। আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। একই গাছে দুই ডাল বিএনপি আর আওয়ামী লীগ। 

তিনি বলেন, জুলাই বিপ্লবে আমরা সামনে ছিলাম, রাস্তায় ছিলাম। আমরা বুলেটের সামনে ছিলাম, ব্যথা আমাদের। তাই কথা বলার দায়িত্ব আমাদের।  বিএনপি-আওয়ামী লীগকে বার বার পরীক্ষা করেছেন, তাদের বার বার পরীক্ষার দরকার নেই। আমাদের একটা বার পরীক্ষা নেন, যদি ভাল রেজাল্ট করতে না পারি, তবে কখনো আপনাদের সামনে আসবো না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলার শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্যে রাখেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ নুরুন্নবী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন, নাটোর জেলা সাধারণ সম্পাদক এম এম ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে বদলি
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৬০৭ জন গ্রেফতার
১০