চট্টগ্রাম বিমানবন্দরে ১৫ লাখ টাকার নিষিদ্ধ পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৩:৫০

চট্টগ্রাম, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ক্রিম, বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (১০ জুলাই) শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (৯ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আগত এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট নম্বর ০৬১-এর তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।

তিন যাত্রী হলেন— ফেনী সদর উপজেলার মো. রিপন, ছাগলনাইয়ার মজিবুর রহমান ও তাজুল ইসলাম।

জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ‘তিন যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের সন্দেহজনক আচরণে তল্লাশি চালানো হয়। তারা এই প্রথমবার এ ধরনের অপরাধে জড়িত থাকায় সতর্ক করে পণ্য জব্দ করে ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে আড়াই হাজার পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, ১০০ কার্টন মন্ড সিগারেট, ৭টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ। প্রাথমিকভাবে এসব পণ্যের বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা। 

এর মধ্যে ক্রিমের মূল্য ৭ লাখ ৫০ হাজার, সিগারেট ২ লাখ ৮০ হাজার, মোবাইল ৪ লাখ ২০ হাজার এবং ল্যাপটপের মূল্য ৬৫ হাজার টাকা।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), কাস্টমস, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও বিমান বাহিনীর যৌথ অভিযানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
মিটফোর্ডে ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও শোক প্রকাশ
বিএনপির রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল ইসলাম
জীবন বাঁচাতে আগে ত্রাণ, পরে টেকসই বাঁধও হবে : ফেনীতে ত্রাণ উপদেষ্টা
ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ 
জামায়াতের লক্ষ্য নিরাপদ, বাসযোগ্য কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া : শফিকুল ইসলাম মাসুদ
মিটফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও দায় বিএনপির ওপর চাপানো নোংরা অপরাজনীতি : সালাহউদ্দিন আহমেদ
চাঁদাবাজদের হাত থেকে দেশের ব্যবসায়ীদের রক্ষা করবো : নাহিদ ইসলাম
পিআর পদ্ধতি সম্পর্কে অনেকেরই ধারণা নেই : খায়রুল কবির খোকন
র‌্যাবের অভিযানে ২০১ বোতল ফেনসিডিলসহ দিনাজপুরের একজন আটক 
১০