ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : দলের আমির ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ডা. শফিকুর রহমানের জন্য দোয়া চান।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বুধবার অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দেশে বিরাজমান পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন। এই মুহূর্তে দেশ ও জাতির সার্বিক পরিস্থিতিতে তার অবদান খুবই প্রয়োজন।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দ্রুত সুস্থতার জন্য দেশের সকল নাগরিক, সংগঠনের সর্বস্তরের জনশক্তি এবং দেশে-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানান।