ছাত্রদলের সমাবেশে অংশ নিতে আসছেন নেতা-কর্মীরা

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৩:১৩

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে অংশ নিতে জেলা ও মহানগর থেকে আসছেন নেতা-কর্মীরা।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ এ সমাবেশ করছে ছাত্রদল। রাজধানীর শাহবাগে আয়োজিত এ সমাবেশে অংশ নিতে জেলা ও মহানগর থেকে আসছেন সংগঠনটির  নেতা-কর্মীরা। 

আজ রোববার সকাল থেকেই শাহবাগ এলাকায় আসতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতা-কর্মীরা। বেলা ১১টার আগেই নেতা-কর্মীতে পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল।

নাটোর, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর ও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল করে নেতা-কর্মীদের সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা গেছে। 

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক উর্মি আক্তার ভূঁইয়া বলেন, সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে নেতা-কর্মীরা এসেছেন। শাহবাগ জনসমুদ্রে পরিণত হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করবো।

সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। 

আয়োজকরা আশা প্রকাশ করছেন, সারাদেশ থেকে কয়েক লাখ নেতা-কর্মী এতে যোগ দেবেন। 

আজ বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ শুরু হবে। গতকাল সন্ধ্যার পর থেকেই সমাবেশস্থলে হাজারো নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এ ছাড়া সমাবেশে দলটির সিনিয়র নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারাও উপস্থিত থাকবেন। সমাবেশের কারণে জনদুর্ভোগের জন্য সংগঠনটির পক্ষ থেকে অগ্রিম দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। 

ব্যানার, ফ্যাস্টুন ও ব্যক্তিগত শোডাউন এড়িয়ে চলাসহ কয়েকদফা নির্দেশনা দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

এই সমাবেশকে সামনে রেখে সারাদেশের নেতা-কর্মীদের রাজধানীতে আসার নির্দেশনা দিয়েছে সংগঠনটি। 

সমাবেশ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান ও শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বার্তা দেওয়া হবে।

সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বলেন, গত বছরের এই দিনটি (৩ আগস্ট) আমাদের কাছে স্মরণীয়। এই দিনে হাসিনার পদত্যাগে এক দফার ডাক আসে। এই দিনটি স্মরণীয় করে রাখতে ঐতিহাসিক ছাত্র সমাবেশ হবে।

সমাবেশকে সফল করতে গত বুধবার ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে নানান দিকনির্দেশনা দেন তিনি। 

শীর্ষ নেতারা কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে সমাবেশকে বাস্তবায়নের জন্য ২৫৪ জনের সমন্বয়ে ৯০টি টিম গঠন করা হয়।

এদিকে সমাবেশে যোগ দিতে ২০টি বগির বিশেষ ট্রেন ভাড়া করেছে ছাত্রদল। 

আজ সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসার কথা রয়েছে ট্রেনটির। ট্রেনটির ঢাকায় পৌঁছানোর কথা বেলা সোয়া ১টায়। ট্রেনটি সন্ধ্যা ৭টায় আবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।

এ সমাবেশকে সফল করতে বিভিন্ন জেলা ও ইউনিটে প্রস্ততিমূলক সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ছাত্র সংগঠন। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সফলতা দেখিয়েছে সংগঠন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চব্বিশের জুলাইয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ভূমিকা ও ত্যাগ অসীম। 

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে রাজপথে লড়াই কর্মসূচিতে অসামান্য অবদান রেখেছে ছাত্রদল। 

এই সময়ে গুম, খুন ও হামলা-মামলাসহ অবর্ণনীয় নির্যাতন ও নিপীড়ন সহ্য করতে হয়েছে এই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রমিকদের জন্য কেন্দ্রীয় হাসপাতাল নির্মাণ করা হবে : উপদেষ্টা সাখাওয়াত
জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাতিল
গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু 
মনিজা রহমানের কাব্যগ্রন্থের প্রতিটি বাক্যই এক একটি প্যান্ডোরার বক্স
৪৮তম বিশেষ বিসিএসের ৩য় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
ইসিতে শর্ত পূরণে তথ্য জমা দিয়েছে ৮০টি দল
প্রফেসর ড. এম. শমশের আলীর ইন্তেকালে জামায়াতে ইসলামীর শোক
বাংলাদেশকে হালাল পণ্যের হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: বিডা চেয়ারম্যান
তরুণদের হাত ধরেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠিত হবে : তারেক রহমান 
মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে : মির্জা ফখরুল
১০