বীর বাহাদুর উ শৈ সিং ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৯:২৪

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রুর  বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক জানায়, বীর বাহাদুর উ শৈ সিং এর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস ছাড়াই ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। অনুসন্ধানকালে তার বৈধ আয়ের উৎস পাওয়া যায় ২০ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ৩৪৯ টাকা, অথচ তার নামে পাওয়া যায় ২৯ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৮১৩ টাকার সম্পদ।

এছাড়া তার নামে ১৩টি ব্যাংক হিসাবে মোট ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে, তার স্ত্রী মে হ্লা প্রুর বিরুদ্ধেও জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৭৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা যায়, তার বৈধ আয়ের পরিমাণ ৫ কোটি ৯২ লাখ ৭৯ হাজার ৬৪৬ টাকা হলেও প্রাপ্ত সম্পদের পরিমাণ ৯ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৭২০ টাকা।

মে হ্লা প্রুর নামে ৬টি ব্যাংক হিসাবে মোট ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ১৮৪ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভবিষ্যতে কোনো সরকার যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা
২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা
৩৬ জুলাই’র অর্জনকে ধরে রাখতে হবে: ডিএসসিসি প্রশাসক
সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে : আমীর খসরু
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সড়ক বিভাগের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল
প্রথম দিনেই ই-রিটার্ন জমা দিলেন ১০ হাজারের বেশি করদাতা: এনবিআর
নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
ডিজিটাল অর্থনীতিতে ভূমিকা রাখায় ১৭ কোম্পানিকে সম্মাননা জানিয়েছে ভিসা
বিজয়ের অপেক্ষায় নেত্রকোণার রুদ্রদের নিরন্তর ছুটে চলা
সুনামগঞ্জে গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে রাজনৈতিক দলগুলোর পৃথক কর্মসূচি 
১০